এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
১০
পত্রপুট
আমার এই স্তব্ধ ভ্রমণ হবে সারা,
ছুটি হবে শেষ,
হাওয়া-বদলের দল ফিরে আসবে ভিড় ক’রে,
আসন্ন হবে বাকি-পড়া কাজের তাগিদ।
ফুরোবে আমার ফির্তি-টিকিটের মেয়াদ,
ফিরতে হবে এইখান থেকেই এইখানেই,
মাঝখানে পার হব অসীম সমুদ্র॥
শুক্লাসপ্তমী আশ্বিন
১৩৪২