পাতা:পথের পাঁচালী.djvu/১১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
পথের পাঁচালী
পথের পাঁচালী

} • 8 পথের পাঁচালী বাড়ী ফিরিলে গোকুলের বউ হাসিমুখে বলিল—স্থগ গাঙ্কে পছন্দ হয় ঠাকুরপো ? দিব্যি দেখতেBBB S DDDS DD BBDB BBBS BBB BBB BBS BD DBB B BBB SBB DDD প'ক্ষে পড়ে ভুগবে। তা তুমি ওকে বিয়ে কর না কেন ঠাকুরপে, তোমাদেরই পালটি ঘর-মেয়েও দিব্যি ; ভাইবোনের দু’জনেরই কেমন বেশ পুতুল-পুতুল গড়ন ... জরীপের তাবু হইতে ফিরিতে গিয়া নীরেন সেদিন গ্রামের পিছনের আম-বাগানের পথ ধরিয়াছিল। একট। বনে-ঘেরা সরু পথ বাহিয়া আসিতে আসিতে দেখিল বাগানের ভিতর হইতে একটি মেয়ে সম্মুখের পথের উপর অসিয়া উঠিতেছে, সে চিনিল—অপুর বোন দুর্গ। জিজ্ঞাসা করিল—কি থুকি তোমাদের বাগান বুঝি এইটে ! দুর্গ পিছন ফিরিয়া চাহিয়া দেখিয়া লজ্জিত হইল, কিছু বলিল না। পরে সে পথের পাশে দাড়াইয়া নীরেনকে পথ ছাড়িয়া দিতে গেল । নীরেন বলিল—না না খুকী তুমি চল আগে আগে। তোমার সঙ্গে দেখা হয়ে ভালই ছোল । ঐদিকে একট পুকুরের ধারে গিয়ে পড়েছিলাম, তারপর পথ খুজে হায়রান। যে বন তোমাদের দেশে । छूर्श वाहे८७ पाहे८ङ इ?ां९ थाभिग्रा घाङ्ग वैकोईग्रा नौ८व्रटनद्र भू१द्र निरक छाश्विांद्र cऽछे कठिन । সঙ্গে সঙ্গে তাহার কাপড়ের ভিতর হইতে কিসের ফল গোটাকতক পথের উপর পড়িয়া গেল । নীরেন বলিল—কি যেন পড়ে গেল খুকী ! কিসের ফল ওগুলো ? দুর্গ। নীচু হইয়া কুড়াইতে কুড়াইতে সঙ্কুচিতভাবে বলিল-ও কিছু না, মেটে আলু। —মেটে আলু খেতে ভাল লাগে বুঝি ? কিসের ফল ওগুলো ? এ প্রশ্ন দুর্গার কাছে অত্যন্ত কৌতুহলের ঠেকিল। একটি পাঁচ বছরের ছেলে যা জানে, চশমা পব একজন বিজ্ঞ ব্যক্তি তাহ জানে না। সে বলিল-এ ফল তো খায় না, এ তো তেতো । তবে তুমি ষে— দুর্গা সলঙ্গস্বরে বলিল-আমি নিয়ে যাচ্ছি এমনি-খেলবার জন্যে -একথা তাহার মনে ছিল যে, এই চশমা পরা ছেলেটির সঙ্গেই সেদিন খুড়ীম ঠাট্টাচ্ছলে তাহার বিবাহের কথা তুলিয়াছিল। তাহার ডারী কৌতুহল হইতেছিল, ছেলেটিকে সে ভাল করিয়া দেখে। কিন্তু মধুসংক্রাস্তির ব্রতের দিনও তাহা সে পারে নাই, আজও পারিল না। —অপুকে ব'লো কাল সকালে যেন বই নিয়ে যায়—বলৰে তো ? দুর্গ চলিতে চলিতে সন্মতি স্থচক ঘাড় নাড়িল । আর একটু গিয়া পাশের একটা পথ দেখাইয়ু বলিল—এই পথ দিয়ে গেলে আপনার খুব সোজা হবে। নীরেন বলিল,-মাচ্ছ, আমি চিনে যাৰ এখন, তোমাকে একটু এগিয়ে দিই, তুমি একলা যেতে পাৱৰে ?