পাতা:পথের পাঁচালী.djvu/১৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
পথের পাঁচালী
পথের পাঁচালী

পথের পাঁচালী Yet এমন চোখ, এমন মিষ্টি গলার স্বর। তাহার উপর অপুর কাছে সে সেই রাজপুত্র অজয় । কোন বনে ফিরিতে ফিরিতে অসহায় ছন্নছাড়া রূপধান রাজার ছেলের সঙ্গে হঠাৎ দেখা হইয়া ভাব হইয়া গিয়াছে -5िद्रछtग्नब यकू ! चांद्र ऊांशtक कि कब्रिध्ना शफ़ क्षाघ्र ! অজয়ও অনেক মনের কথা বলিয়া ফেলিল। এমন সাথী তাহার আর জুটে নাই। সে প্রায় চল্লিশ টাকা জমাইয়াছে। আর একটু বড় হইলে সে এ দল ছাড়িয়া দিবে। অধিকারী বড় মারে। সে আশুতোষ পালের দলে যাইবে—সেখানে খুব মুখ, রোজ রাত্রে লুচি। না খাইলে তিন আনা পয়সা খোরাকী দেয়। এ দল ছাড়িলে সে আবার অপুদের বাড়ী আলিবে ও সে সময় কিছুদিন থাকিবে । বৈকালের কিছু আগে অজয় বলিল—চল ভাই, আজ আবার এখুনি আসর হবে, সকাল সকাল ফিরি। যদি "পরশুরামের দর্প-সংহার” হয়, তবে আমি নিয়তি সাজবো, দেখো কেমন একটা গান আছে— আরও তিন দিন যাত্র হইল। গ্রামমৃদ্ধ লোকের মুখে মাত্রা ছাড়া আর কথা নাই। পথেঘাটে মাঠে গায়ের মাঝি নৌকা বাহিতে বাহিতে, রাখাল গরু চরাইতে চাইতে যাত্রার পালার নতুন শেখা গান গায়। গ্রামের মেয়ের দলের ছেলেদের বাড়ী ডাকাইয়া যাহার যে গান ভাল লাগিয়াছে তাহার মুখে সে গান ফরমাইস করিয়া শুনিতে লাগিলেন। অপু আরও তিন চারটা গান শিথিয়া ফেলিল। একদিন সে যাত্রার দলের বাসায় অজয়ের সঙ্গে গিয়াছে, সেখানে তাহাকে দলের সকলে মিলিয়া ধরিল, তাহাকে একটা গান গাহিতে হইবে। সেখানে সকলে অজয়ের মুখে শুনিয়াছে সে খুব ভাল গান গাঠিতে পারে। অপু DB BBBBBB BB BBD DBS BBB BBD DDB BBBB BBBB BBBS ggg ggg S BBB তাহাকে ধরিয়া অধিকারীর নিকটে লইয়া গেল। সেখানেও তাহাকে একটা গাহিতে হইল। অধিকারী কালে এংএর ভূড়িওয়ালা লোক, আসরে জুড়ি সাজিয়া গান করে। গান শুনিয়া বলিল—এস না পোক, দলে আসবে ? অপুর বুকথানা আনন্দে ও গৰ্ব্বে দশক্ষাত হইল! আরও সকলে মিলিয়া তাহাকে ধরে— BkS BB BBBB BBBBB BBB BBB DD S BBBBS BBBS BB BgB DD S DDD BB BD BKDD BBBBBBB BBB BBBS BBB BBBB BB BBB BBB BS DDB BBS gBBBB DDD S BB BBBB BBBB BBBS BBSBBS BDS ggO DD BB BB BBS BBB B BBBB BBBS BDD বলিল –এখন এই সখী টর্থী, কি বালকের পাট এই রকম, তারপর ভাল ক’রে শিখলে— অপু সখী সাজিতে চায় না-জরির মুকুট মাথায় সে সেনাপতি সাজিয়া তলোয়ার ঝুলাইবে, যুদ্ধ কবিবে। বড় হইলে সে যাত্রার দলে যাইবেই, উহাই তাহার জীবনের ধ্রুব লক্ষ্য । অজয় তাহাকে চুপি চুপি কষ্টি-পাথরের-রং-একটা-ছোকরাকে দেখাইয়া কহিল, এই যে দেখচে, এর নাম বিষ্ট তেলি । আমার সঙ্গে মোট বনে না, আমার নিজের পয়সা দেশলাই কিনে বালিশের তলায় রেখে শুই, দেশলাই উঠিয়ে নেয় চুঙ্কট খেতে, আর দেয় না। আমি বলি আমার রাত্রে ভয় করে, দেশলাইট দাও। অন্ধকারে মন ছম ছম করে, তাই সেদিন চেয়েছিলাম ব'লে এমনি খাবড়া একটা মেরেচে। নাচে ভালো বলে অধিকারী বড় খাতির করে, কিছু বলৰাৱও মো নেই