পাতা:পদার্থবিদ্যাসার.djvu/১০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

9i শিষ্য । এ সকল পশুর কি মনুষ্যের দন্তের ন্যায় দম্ভ হয় ? গুরু । ই প্রায় ইহাদের সকলেরই দন্ত মনুষ্যদন্তের ন্যায় বটে, কেবল বাদুড়ের তাদৃশ হয় না । শিষ্য । মনুষ্য যে বানরাদি পশুর মধ্যে গণিত হয় এ বঞ্চ দুঃখের কথা । গুরু । তাহ বটে, কিন্তু ভ্রও হস্থ পাদ অঙ্গুলী না ইত্যাদি অবয়বদ্বারা মনুস্যগণেতে ও এই পশুতে ভেদ নাই । শিম্য। তবে কি এই পশুদের সম্মুখ স্থিত দুই চরণকে আপনি হন্ত ললেন ? শুরু । ই অন্য চতুর্দ অপেক্ষ ইহাদের সম্মুখস্থিত দুইপদ মনুষ্য হস্তুের সদৃশ । কেননা দেখ তাহার ; ঐ দুই হস্তদ্বারা মলুৰ্যেরি ন্যায় বৃক্ষরোহণ করিতে পারে এব০ ক্ষল পাড়িয়া ধরিতে পারে। তভিন্ন তাহদের কতক গুলির লাঙ্গল এমত শক্তিমান যে তাহাদ্বারা তাহার বৃক্ষের শাথ বেষ্টন করিয় অনায়াসে আপনাদিগকে রক্ষা করে | শিস্য। দ্বিতীয় বর্ণের মধ্যে কি ২ জন্তু ? শুরু । হস্তি গাণ্ডার বরাহ পিপীলিকাভূক ও অলঙ্গপদ প্রভৃতি দ্বিতীয় বর্গের মধ্যে । ইহাদের মুখের সম্মুঙ্গ ভাগে দন্ত নাই এ৭ে পদেতে খুরের ন্যায় অতি তীক্ষাগ্র কঠিন নখ তাছে । শিষ্য। অলসপদ পশু কি অতি মন্দ গামী নয় ? গুরু । অন; বর্গ অপেক্ষ। দ্বিতীয় বর্গের পশু , মাত্রেই মন্দ গামী বটে বিশেষতঃ অলসপদ, কেননা সে এক দিবসে শত হস্তও গমন করে না। প্রায় বৃক্ষের উপরিভাগেষ্ট থাকে এব• সৰ্ব্বদাই কাতর অতি আলস্য যুক্ত হইয়া গমনাগমন করে। কিন্তু যে সময় বৃক্ষের উপরিভাগে ভুমণ করে তৎকালে শীঘ্র চলে । ইহাদের রোদনের শব্দ অতি আশ্চর্য এব• তাহাদেৱ চক্ষুর জল প্রত্যক্ষ দেখা যায়। শিষ্য । তৃতীয় বর্গের মধ্যে কোন ২. পশু ?