পাতা:পদার্থবিদ্যাসার.djvu/১০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

93 গুরু। তৃতীয় বর্গের মধ্যে সমস্ত হি৭ল জন্তু । তাছাদের নখ সুতীক্ষ ও বক্র হয় এৰণ সম্মুথের দন্ত অতি বিকটাকার এব^ চক্ষু প্রভৃলিত এৰণ তাহাদের এমন বেগ ও শক্তি যে হঠাৎ আক্রমণ করিয়া অন্যকে পরিতে পারে । শিষ্য। তাহাদের দন্তের কিছু বিশেষ অাছে কি না ? গুরু। হা তাছাদের দন্তের উপর পাটীর সম্মুখ ভাগে ছয়ট দন্ত তাহার একটা বড়। আর দুই পাটীর মধ্যে দুষ্ট্রং তীক্ষ্ণ কুকুরে দন্ত আছে এই বগের মধ্যে কুকুর ও বিড়াল ও ভল্লুক ও উদ্বিড়াল ও ছুচ ও শল্পকা প্রভৃতি জানিব । - শিষ্য । সি•হ ও ব্যায়ু ও কেন্দুয়া ইহাদের বিষয় তাপনি কিছুই কহিলেন না, এ সকল কি এষ্ট বর্গের মধ্যে ময় ? গুরু। ই এই বর্ণের মধ্যে বটে, সিংহ ও স্যায় এদুই জন্তু বিড়াল বিশেষ বলা যায়, ও কেঁদুয়া ও নেকড়িয় এদুই কুঙ্কুর বিশেষ বলা যায় এই জন্যে ইহাদের বিসয় কিছু কহিলাম না ; শিষ্য। কিসের দ্বারা চতুর্থবৰ্গীয় জন্তুর ভেদ হয় এব" মাহার মধ্যেই বা কয় কোর জন্তু আছে ? গুরু। জলমাৰ্জ্জার ও ইন্দুর ও কাঠবিড়াল ও শশক প্রভৃত্তি ইহাদের দুই পাটীর সম্মুখে দুইং তীক্ষ্ণ দন্ত থাকে। শিষ্য । পঞ্চম বণের মধ্যে কোমং পশু ? '. গুরু। গো মেৰ ছাগল কালসার উষ্ট প্রভৃতি যাহারণ দ্বিখুর পশু তাহারণ এই লগের মধ্যে গণিত হয় । এব৯ তাহণদের উপর পটার সম্মুখে দন্ত থাকেন। কিন্তু নীচের পাটীতে অটু দন্ত থাকে এব৯ তাহারণ জাওর কাটে অর্থাৎ প্রথম খাদ্যদ্রব্য উদরস্থ ন৷ করিয়া গলকম্বলের মধ্যে রাখে পশ্চাৎ বিশ্রাম সময়ে অল্পেং উদিগরণ পূৰ্ব্বক চৰ্ব্বণ করিয়৷ উদরস্থ করে। * শিষ্য। এই সকল পশুর মুর কি চেরা নয় ? গুরু। ই দ্বিখণ্ড বটে তাহার। প্রায় স্বাভাবিক অহি-সুক কিন্তু কেহ তাড়নাদি করিলে কঠিন শৃঙ্গযুক্ত মস্তকার হি৭লা করিতে উদ্যত হয় । , , -