পাতা:পদার্থবিদ্যাসার.djvu/১১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

iöö গুরু। হৰ্ণ, দন্ত নাই বটে, কিন্তু খাদ্য বস্তু খণ্ড করিবার নিমিত্ত তাহাদের চক্ষু আছে। জলের মধ্যহমতে যাহার আহার আহরণ করে তাহাদের চঞ্চ দীর্ঘ, কিন্তু যাহারা ধান্যাদি শস্য ভক্ষণ করে তাহাদের খৰ্ব্ব চঞ্চ। আর বৃহৎ পক্ষিদের লৌহৰৎ ढीन झ्धु इग्न। - শিষ্য। আহারের অপ্রাপ্তিতে কতক পক্ষী কি মরে না ? গুরু। এমন্ত কদাচিৎ ঘটে, প্রায়ই আহার ব্যতিরেকে কেহ মরে না ইহা আমার নিশ্চয় তাছে ; বরণ যে পক্ষিগণ শীতকালের নিমিন্তে খাদ্যদ্রব্য আহরণ করে না, তাহারাও তৎকালে উপযুক্ত আহার পায় ; যে হেতুক পৰমেশ্বর ক্ষুদ্র ੱਚੋਂ পক্ষিকেও বিস্মৃত হন না। অতএব যে পক্ষিগণ নিজ দেশে উপযুক্ত আহার না পায় তাহার দেশান্তরে মাষ্টয় প্রাণ ধারণ করে ; এই পক্ষিদিগের নাম ভূমণকারি পক্ষী। রক ও সারস ও তালচঞ্চ ও কুমরী ও খঞ্জন ইত্যাদি পক্ষীও এতদ্রুপ জানিব। কেননা এই সকল পক্ষীও সময় বিশেষে স্বদেশ ত্যাগ করিয়া উপযুক্ত সময়ে অন্য২ দেশে গমন করে। পরে সময় অতীত হইলে । আরবার নিজ দেশে আসিয়া উপস্থিত হয় । - শিষ্য। এ বড় আশ্চর্য্য কথা! এই মহা সমুদ্র পার হইয়। তাহারা কি প্রকারে দেশান্তরে গমন করে ? - গুরু। তাহারণ গমন কালে স্বাভাবিক বোধেতেই উপযুক্ত পথ চিনিতে পারে। দেখ, আকাশ মণ্ডলস্থ স্বকশ্রেণী আপনাদের গমন নিশ্চয় বুঝিতে পারে, এবং কুমরী ও সারস ও তালচষ্ণু ইহারা আপনাদের গমন সময় অপেক্ষ করে । y