পাতা:পদার্থবিদ্যাসার.djvu/১২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| 1 || গুরু । জলের ভার যেন তাহীদের না লাগে এব• শীতস্থায়ণ যেন তাহার কাতর না হয় এই জন্যে তাহাদের আমিষ নিৰ্ম্মিত হইয়াছে । শিষ্য। কিসের স্বারা তাহারণ জলমধ্যে বেগেতে গমন করে ? গুরু । পুচ্ছদ্বার। ফলতঃ তাহার। পুচ্ছের চালনাতে আপনাকে অগ্রভাগে চালায় । শিষ্য। তবে তাহাদের কানুকাতে প্রয়োজন কি ? গুরু। হা প্রয়োজন আছে, কেননা তাহার কানুকাদ্ধারণ সমান হইয় অধোমুথে চলিতে এবণ ইতস্তুতঃ ফিরিতে পারে ও জলমধ্যে স্থির হষ্টয়া থাকিতে পারে । শিষ্য ! কিসের দ্বারা তাহার। জলমধ্যে উন্ধুে ও নীচে গমনাগমন করে : গুরু। তাছাদের উদরমধ্যে যে পটকা আছে তাহাকে ইচ্ছামুসারে বিস্তারিত ও সঙ্কচিত করিয়া উপর নীচে গতায়াত করে। শিষ্য। সেই পটকাম্বারা তাহার। কি প্রকারে উদ্ধে ও নীচে গতি বিগতি করিতে পারে ? গুরু। যে সময়ে তাহার উদরন্থ পটকা বিস্তার করে তৎকালে জল অপেক্ষা ও লঘু হইয় উদ্ধ গমন করে এব০, যে কালে তাহ সম্পর্কুচিত করে তৎকালে ভারি হইয়া নীচে যায় ! শিষ্য । মৎস্যগণ কি ভক্ষণ করিয়া প্রাণ ধারণ করে : গুরু। কীট ও মক্ষিক ও জলজনবীন তৃণাদি ভোজন করিয়া । প্রাণ ধারণ করে কিন্তু বৃহৎ ২ মৎস্যগণ ক্ষুদ্র মৎস্য ধরিয়া ভোজন করে এই জন্যে ক্ষুদ্র মৎস্য অস^থ্যেয় জন্মে । r শিষ্য । কোন ২ মৎস্যের কি ডিম অধিক হয় না ? A শুরু । ই দেশ, এক বেলে মৎস্যের উদরে আড়াই হাজার জীৰ জন্মায় এতে ডিম উৎপন্ন হয় ; ও এক সঙ্কর মৎস্যের উদয়ে দেড় কোটি জীৰ জনক ডিম উৎপন্ন হয়, এবণ এক গাধ মৎস্যের