পাতা:পদার্থবিদ্যাসার.djvu/১৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

123 শিষ্য। এই পিপীলিকা সকল কি সুচতুর নয় ? গুরু ! হী, তাহাদের স্ব খ গৃহ নিৰ্ম্মাণ, ও খাদ্য দুৰ্য আহরণ, ও তাহা গৃহ মধ্যে আনয়ন, এব^ পরল্পর অভিপ্রায় ৰোধ, এবম নিয়মানুসারে শীঘ্ৰ কৰ্ম্ম করণ ইত্যাদি ক্রিয়াদ্বারা তাহদের বিলক্ষণ সুচতুরতা প্রাকাশ পাইতেছে। এই পিপীলিকাদের বাসস্থান এক প্রকার নগরের তুল্য, কেননা রাত্রিকালে তাহার দ্বার রুদ্ধ থাকে, এব০ দিবসে ঐ দ্বারে প্রহরী থাকে । আর ঐ নগরের মধ্যে আপনাদের হিতার্থে অনেক ২ গৃহ নিৰ্ম্মিত আছে, তাহাতে প্রত্যেক প্রতিবাসি পিপীলিকারণ আপন ২ গৃহ চিনিতে পারে, এবং তাছাতে থাকিয় যত পূৰ্ব্বক এক চিত্তে আপন ২ কমু করে । তাহাদের নিয়ম ও ল্যবহার বিবেচন। করিলে তামাদের অনেক উপদেশ লাভ হইতে পারে । অলস BB BBBBB BBBBBBS BBBBD BBBBBS BBS Ku পারে। এই নিমিত্ত্বে প্রাচীনদিগের উক্তি আছে হে অলস লোক, তুমি পিপীলিকার নিকটে গিয় তাহার আচরণ দেথিয় জ্ঞানস্বান হও । শিম্য । আমি শুনিয়াfছ কীটের বিময় নাকি বড় ভ্রাশচয্য ? গুরু। হা, প্রথম দেখিতে তাহদের আকৃতি আতি সুন্দর দেখায় এল৭ কিছু দিন পরে বিকার প্রাপ্ত হইলে ও আশ্চৰ্য্য ৰূপ প্রজাপতি হয় । শিস্য। তাহাদের এক লগ হইতে কি আমাদের পট্ট সূত্র জন্মে ? শুরু। হা, গুটী পোকা হইতে পট্ট সূত্র উৎপন্ন হয় । তাহাদের উদরে যে ক্ষুদ্র পটকাস্থিত আঠা আছে তাহাহইতে ঐ সূত্র জন্মে। সুবর্ণের গুণী করণার্থে যে সূক্ষ্ম ২ রন্ধুবিশিষ্ট লৌহ যন্ত্র স্বর্ণকার গৃহে থাকে তাহ তুমি দেখিয়া থাকিবা, তদাকার এক যন্ত্র ঐ ৪টাপোকার মুখের নীচে আছে তাহার ছিদ দিয়া সেই আঠা নির্গত হয় । প্রথমে আঠা প্রস্তুত হয় ঐ আঠহইতে তার নির্গত হইলে ঐ ফন্ত্রের ছিদ্রদ্বারা আকৃষ্ট হইয়া দীর্ঘ সূত্রাকার হয় তাহাকেই পউ সূত্র বলা যায় ? -