পাতা:পদার্থবিদ্যাসার.djvu/১৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

" ቅኝዳ বৃক্ষের সমস্ত বীজ একত্র হইয়া থাকে। কিন্তু এই ক্ষুদ্র ২ ৰাজহইতে যে বৃহৎ ২ বৃক্ষ জন্মে ইহা কি বড় আশ্চৰ্য্য নয় ? শিষ্য। ই আশ্চর্য বটে, ভাল মহাশয়, বৎসরের মধ্যে এক ২ বৃক্ষহইতে কি অনেক ২ বীজ জন্মে না? গুরু। বৃক্ষবিশেষে বীজের বিশেস স^থ্যা হয়। দেখ, এক তামাকের গাছে কোন ২ সময়ে চল্লিশ হাজার বীজের সAথ্যা করা গিয়াছে। এৰণ এক ননী বৃক্ষহইতে সম্বৎসরের মধ্যে তিন লক্ষ বীজ পাওয়া যায়। শিষ্য। এই বীজের এমত অসম্ভব স০ খ্যা হয় কেন ? DDS BBBB BBB BBBBBBBS BBB BBS BBBB B BBBB সকল বীজই যদি ভক্ষণদ্বারা এক কালে বিনাশ পায়, তাত। হইলেও হইতে পারে, তবে তাধিক সম্পখ্যক দীক্স না হক্টলে কি প্রকারে পুনৰ্ব্বার বীজ পাওয়া যাইতে পারে । ইহাতে ঈশ্বরের পরাক্রম ও কৌশল ও অনুগ্রহ বোধ করিতে হয়। দেথ, এ প্রকার বীজৰূপ ভক্ষ্য না থাকিলে এই সকল পক্ষির মধ্যে পু{য তাঙ্ক ভাগ ও বাচিত না | এই যে কণিকাকার ভক্ষ্য তাহ শীতকালের নিমিত্ত্বে অনায়াসে সঞ্চিত হয়। শিস্য | ছিমড়াহক্টতে কি প্রকারে বীজ পাওয়া যায় } উত্তর। রৌদ্রসময়ে ঐ fছমড়া শুস্ক হইয়া ফাটিলে পর তাহণহইতে বীজ নির্গত হইয় ভূমিতে পড়ে। তাই তে যদি ঐ বীজ কোন মনুষ্যকর্তৃক সংগ্ৰহীত ন হয় তবে বৃষ্টিদ্বারা সে বীজ মৃত্তিকামধ্যে প্রৰিষ্ট হয়। শিষ্য। যে ৰীজ অতি লঘু তাহ কোথায় যায়? গুরু। আমরা দেখিয়াছি,সে সকল বায়ুদ্বার উদ্ধে উঠিয় নিৰ্ব্বাত সময়ে আরবার নীচে পড়ে। এই প্রযুক্ত উচ্চ প্রাচীরে ও প্রাসাদৈর উপরিভাগেও বৃক্ষ উৎপন্ন হয়। তাহাতে ইষ্টক ও প্রস্তুরের সদ্ধিস্থানে বীজ পড়িলে বৃক্ষ হইয়া ক্রমেতে বৃদ্ধি পায়। এৰণ পক্ষিগণ চক্ষুদ্বারা ৰঙ্গ লইয় খাইবার সময়ে কোন ২ ৰাজও পড়ে। তম্ভিন্ন কোন ২ বীজের উপরে এক প্রকার ভুল।