পাতা:পদার্থবিদ্যাসার.djvu/১৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

167 গুরু। না, তাহ দুই প্রকার অাছে। একের দ্বারা কঁাচ কাটে ও অন্যের দ্বার। কাচ কাটে না । শিষ্য। প্রথম প্রকারের মধ্যে প্রধান প্রস্তর কি ? গুরু। প্রধান প্রস্তুর মণি ও রত্নাদি অর্থাৎ হীরক ও চুনি ও পোথরাজ ও পান্না ও মাণিক্য ও যামুল্য ও স্ফটিক প্রভৃতি। শিষ্য। এই সকলের মধ্যে বহুমূল্য কি ? গুরু। তাহাদের পরিমাণ ও দীপ্ত্যনুসারে মূল্যাধিক্য হয় ; কিন্তু হীরক সৰ্ব্বাপেক্ষ অধিক মূল্যবান জানিব। শিষ্য। হীরকের কত মূল্য ? - গুরু। পরিমাণদ্বার হীরার মূল্য নির্ণয় হয়। এই নিমিত্তে কোন হীরার মূল্য একশত টাকা ও কোন হীরার মূল্য ৩০০ তিনশত টাক ও কোন হীরার মূল্য ১০০০ একসহ মুদ্রা হয় ইত্যাদি জানিবা এক সময় মান্দরাজহইতে বলাতে এক ধনিলোকের নিকটে একলক্ষ পইত্রিশ হাজার মুদ্রাতে এক হীর বিক্রীত হইয়াছিল। এবং দক্ষিণ আমেরিকাতে এক হীরা পাওয়াগিয়ffছল তাহার মূল্য পাচ নিযুত ছয়লক্ষ চোয়াল্লিশ হাজার অটেশত টাক নির্ণীত হইয়াছিল। হীরার মধ্যে সনাটক ও বরফের ন্যায় শুভু যে হীরা সে সৰ্ব্বাপেক্ষ বহুমূল্য হয় । শিষ্য । এই সকল মণি ও রন্তু কোন স্থানে পাওয়া যায় ? গুরু। অাকর ও পৰ্ব্বত বিশেষ ও নদী বিশেমের বালুকার মধ্যে পাওয়া যায়। শিষ্য। ভাল মহাশয়, এই বর্গের মধ্যে মণি রত্নাদি ভিন্ন অমাদের প্রয়োজনযোগ্য আর কোনো প্রস্তর তাছে কি না ? গুরু। হা, এই বর্গের মধ্যে অগ্নিপ্রস্তুর ও বালুকাদি গণিত হয়। এই উভয়দ্বারা কাচ ও পরকলা ও আদর্শ প্রভৃতি প্রস্তুত হয়। শিষ্য। যে প্রস্তর রেখাদ্বারা পরকলা কাটে না তাহার মধ্যে কি ২ গণিত আছে ? গুরু। তাহার মধ্যে এই সকল মৃত্তিক যাহাদ্বারা আমাদের ইষ্টক ও বাসন প্রভৃতি নিৰ্ম্মিত হয়।