পাতা:পদার্থবিদ্যাসার.djvu/১৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

169 শিষ্য। মহাশয়, আমি গুনিয়াছি, মৃত্তিক। সমস্ত পক্লভে । বিশেষরূপে থাকে এ কথা কি সত্য ঃ গুরু। হা, প্রথমে সৰ্ব্বোপরি কৃষুবর্ণ উল্পর মৃত্তিক থাকে, ণে মৃত্তিকাতে শস্য ও বৃক্ষাদি জন্মে। তাঙ্কার নীচে কদমাকায় স্থল মৃত্তিক থাকে, তাহাদ্বারা ইষ্টকাদি প্রস্তুত হয়। তাহার নীচে অনেক কক্ষ যক্ত মৃত্তিক থাকে, তাহ মান কৰ্ম্মে লাগে। ও তাহার নীচে চূৰ্ণময় মুক্তিক থাকে, ঐ মুক্তিক প্রায় রত্নাদির আকরের নিকটস্থ হয় । শুঙ্গার নীচে অঙ্গারময় নাম প্রসার মৃত্তিক থাকে। হিম সমূহদেশে অগ্নির নিমিন্তে তাহার তানেক প্রয়োজন হয় । কিন্তু নীচে ২ মার্ক্সত্রই এই প্রকার স্থাকে, তাহ নয়, কিন্তু তাহাদের অবস্থিতির এইরূপ অনুক্রম জামিৰণ । শিষ্য। এই বর্গের মধ্যে কোন অপূৰ্ব্ব প্রস্তুর আছে কি না? গুরু। হাঁ, অদাহ্য নামে এক প্রস্তর আছে, তাহ কে অগ্নিক্সে নিক্ষিপ্ত করিলে সে প্ৰজ্বলিত হয়, কিন্তু দগ্ধ হয় না। শিষ্য । লবণময় বর্গের মধ্যে কি ২ প্রস্তুর আছে ? গুরু। তাহার মধ্যে পাথুরে চূর্ণ ও খড় ও সAমলমল ও গৃহাদি নিৰ্ম্মাণযোগ্য অনেক ২ প্রস্তুর আছে। শিষ্য। ভাল মহাশয়, পাথুরে চূণেতে প্রয়োজন কি? গুরু | তাহ অনেক ২ প্রধান কৰ্ম্মেতে লাগে ; অট্টালিকাদি নিৰ্ম্মাণে তাহাদ্ধারণ এমত্ত গার ও লেপ প্রস্তুত হয়, যে তাছা অট্টালিকাদিতে লিপ্ত হইলে প্রায় দুই হাজার বৎসর পর্যন্তু পাষাণের ন্যায় কঠিন হইয় থাকে। এরণ ঐ চূর্ণ কৃষি কৰ্ম্মেতে লাগে। কেনন। তাছা ভূমির মধ্যে নিক্ষেপ করিলে তন্মধ্যস্থ দুষ্ট কীট বিনষ্ট হয়, এব৯ জলধারণের শক্তিদ্বারা ভূমিকে উর্ধ্বর করে। তম্ভিন্ন চিনি নিৰ্ম্মল করিতে ও সাবান প্রস্তুত করিতে ও লোহা গলাইতে ও আর ২ কৰ্ম্ম করিতে তাহার আবশ্যকত। অাছে , , , , , , শিষ্য। এড়ী কি কৰ্ম্মেতে লাগে ?