পাতা:পদার্থবিদ্যাসার.djvu/১৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

177 গুরু। সপ্তদশ প্রকার ধাতু আছে । তাস্থার মধ্যে একদেশে কেবল হরিতাল ও অঞ্জন এই দুই প্রকার ধাতু অতি প্রসিদ্ধ আছে ঐ সকল ধাতু হাতুড়ীর তাঘাতে ভাঙ্গে, এই জন্যে ইহাদিগকে অতাড়নীয় ধাতু বলে । শিস্য । এই দুষ্টহক্টতে উপকার কি? গুরু । হরিতাল এক পুকার বিষ তথাচ মান ঔষধে ও অনেক ২ শিল্প কৰ্ম্মে লাগে ! এস০ অঞ্জনস্বীর ছাপায় অক্ষর ও নানা জাতীয় ঔষধ ও নয়নের কজ্জল প্রভৃতি প্ৰস্তুত হয়। ఇఱథ eiూ চতুৰ্দ্দশ কথোপকথন । মামল দেশীয় উৎপন্ন বস্তুfবষয়ক । শিষ্য । নাম দেশে উৎপন্ন যে সমস্ত লম্ভ তাছ'হে জামাদের প্রয়োজন কি ? - গুরু । যে সমস্তু দেশে যে , বস্তু উৎপন্ন হয় তাহ" উদেশের ৰয়োপযুক্ত রাথিয়। বাণিজ্যকীরির বৃহন্নেীকান্ধীয় দেশদেশাস্তরে সেক্ট ২ দুৰ্য প্রেরিত করে । অতএব কৃষক লোকেরণ মৃত্তিক অবলম্বন করিয়া যেমন ফলপ্রাপ্ত হয়, তদ্রুপ সমুদ্র আশুয়ে সহস্র২ লোক ফল পাইতেছে । - শিষ্য। এই ভূগোলের উপরে নানা দেশ আছে | কিন্তু তাহার কোন স্থানে কোন দেশ আর কোন দেশস্থ ওই বা কোন দ্রব্য উৎপন্ন হয়, অনুগ্রহপূর্বক তাহ আমাকে বিশেষ করিয়া জ্ঞাত করুন : গুরু। হল, তাহ তোমাকে অবশ্য জ্ঞাত করাইব । শিষ্য। আশিয়া দেশহইতে কিং বস্তু উৎপন্ন হয়? গুরু। এই ভূগোলের যে কয় খণ্ড আছে তাহার মধ্যে আশিয়া অতি ধনাঢ্য ও ফলবান দেশ । তাহাতে সৰ্ব্ব প্রকার শস্য ও নান। ফলোৎপত্তি হয়। দেখ, আমাদের জীবনধারণ