পাতা:পদার্থবিদ্যাসার.djvu/৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

23 গুরু। স্থির বায়ু পৃথিবীর সর্বত্র ব্যপিয়া তাহার সহিত চলে, তম্ভিন্ন আর ২ বস্তুও তাহার সঙ্গে যায়। শিষ্য। তদ্ভিন্ন পৃথিবীর কোন রূপ গমন আছে কি না ? গুরু । হা, বার্ষিক গতি ব্যতিরেকে পৃথিবীর আরও এক দিবসীয় গfত ভাচ্ছে, তাহাতে আমাদের দিন ও রাত্ৰি তয় । এই উভয় গতিদ্বারা পৃথিবী মণ্ডল গমনকারি শকট চক্রের ন্যায় গমন করে। ফলতঃ চাক গেমন ঘুরিতে ২ অগ্রসর হয় সেও তড়প। শিম্য। পৃথিবী কত শীঘ্ৰ গতিদ্বারা আপন মালেহে গমন করে : গুরু । আড়াই দ" ত এক সহসু ক্রোশ গমন করে । শিষ্য । চন্দ্র পৃথিবীকে বেস্টন করে কি মা ? গুরু। হা, চন্দ্র মাড়ে উনত্রিশ দিবসে পৃথিবীকে বেস্টন করে, এৰণ পৃথিবী সূৰ্য্যকে বেষ্টন করলে তাহার সঙ্গে যায়। শিম্য । আমরা চন্দ্রকে সৰ্ব্বদা দেখিতে পাই না, ইস্থার কারণ কি ? গুরু । যে সময়ে পৃথিবী ও সূর্যের মধ্যে চন্দ্র থাকে তথম দীপ্তি শূন্য চন্দ্রের অদ্ধ ভাগ আমাদের সমুখে থাকতে আমরা চন্দুের অপশ দেখিতে পাই ন ! এবণ কথন ব। পৃথিবীর নীচে চন্দু থাকাতে আমাদের দৃষ্টিগোচর হয় না । - শিষ্য। কি হইলে গ্রহণ হয় ? গুরু। সৎকালে পৃথিবীর উপরে চন্দ্রের ছায় পড়ে তখন চন্দ্রদ্বার সূৰ্য্যদর্শন না হওয়াতে আমরা তাহাকে সূর্যগ্রহণ বলি। তাহাতে চন্দুের ছায় পড়িলে তদনুরূপ অৰ্দ্ধ গ্রাস ও সৰ্ব্বগ্রাস ইত্যাদি হয়। তেমনি পৃথিবীর ছায় চন্দ্রের উপরে পড়িলে তাহাকে চন্দ্রগ্রহণ করিয়া বলি । শিষ্য । সূর্যের গ্রহণ কোন সময়ে হয় ? - গুরু। যে সময়ে চন্দ্র নূতন হয়, অর্থাৎ আমারস্য ও প্রতিপদের সন্ধি কালে হয় । শিষ্য । চন্দ্রগ্রহণ কেমন সময়ে হয় ?