পাতা:পদার্থবিদ্যাসার.djvu/৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

27 পিছত। চন্দ্রের মধ্যে যে কলঙ্ক দর্শন হয় সে কি ? . - গুরু । অনুমান হয় সে সকল পৰ্ব্বত। কেননা পৰ্ব্বকালীয় লোকেরা চন্দ্রের অন্ধকারময় ভাগকে সমুদ্র করিয়া অনুমান করিয়াছিলেন, কিন্তু সমুতিকার অনেকং বিজ্ঞ লোক অনুমান করেন যে সে সকল গন্থর এই জন্যে সূর্য ঞ্চিরণে ঙ্গে অeশ পুকাশ পায় না । . . . . শিষ্য। তাল মহাশয়, যদ্যপি নক্ষত্রগণ সূর্যের সমান হয় আর সূর্যের মত তাহাদের গ্ৰহগণ থাকে তবে তাহাদের মধ্যেও কি কোন লোক অাছে । আপনি কি অনুমান করেন । , গুরু। হা অাছে,যথার্থজ্ঞানানুসারে এই অনুমান বটে, তাহতে সন্দেহ নাই, কেননা জন্তুর মধ্যে যেমন নানা প্রকায় আশ্চর্য জন্তু আছে তেমন মনুষ্যের ন্যায় সকল্প সৃষ্টের মধ্যেই মান প্রকার আছে ইহা অনুমান হয় । । , , ; , , শিষ্য। ধূমকেতুগণ কি অগ্নিময় বস্তু ? : গুরু। না, তাহারণ সূর্যের দীপ্তিতে উদ্দীপ্ত হয়, ইহা অামর তাহাদের লাঙ্গুলদ্বারা অনুমান করি । শিষ্য। সে লাঙ্গুল কি তেজোময় । গুরু। না, সে কেৱল ধূমকেতুর স্থির বায়ু, তাহান্তে সূর্যের কিরণ সন্মুক্ত হওয়াতে এমন দেথায় ইহা অনুমান হয়। শিষ্য। গ্ৰহগণ অপেক্ষ ধূমকেতু কি সূৰ্য্যহইতে অতি দূরে গুরু। স্থা গমন করে, এই জন্যে আকাশের বিস্তার অঙ্গরিমিত বোধ হয়। কেননা ১৭৫৮ শালে এক বার ধূমকেতু দর্শন হইলে নিশ্চয় হইয়াছিল, যে এই ধূমকেতু ৭৫ বৎসরে এক বীর সূৰ্য্যকে বেষ্টন করে ; কিন্তু পরে ১৬৮০ শালে আর বার ধূমকেতু দর্শন হইলে নিশ্চয় হইল যে ঐ ধূমকেতু ৫৭৫ বৎসরে এক বার সূর্যকে বেষ্টন করে। এই রূপ ধূমকেছুক্ষণের সূর্যবেষ্টন পথ নিশ্চিত আছে। কিন্তু পুনৰায় কত ৰক্ষারের পর ধূমকেতু দৰ্শন হইৰে তাহ। এক বা ধূমকেতু দেখিলে