পাতা:পদার্থবিদ্যাসার.djvu/৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S7 তোপরিস্থ যে ভারি স্থিরবায়ু তাহ রাত্রিকালে নিম্ন ভূমিতে আসিয়া বহে, এব^ তাহ সমুদ্রের স্থিরবায়ু অপেক্ষ ভারী প্রযুক্ত সমুদ্রের রায়ুতে প্রবেশ করে তাহাতে ভৌম বাতাস জন্মে। শিষ্য । বিশেষ ২ বায়ুর বিশেষ ২ গুণ আছে কি ন? গুরু । ই7,"দেশ বিশেষে বাতাসের বিশেষ ২ গুণ আছে, দেখ এই বঙ্গদেশে দক্ষিণ বাতাস মধ্যম, উত্তরে তাস শীতল, পূঞ্জ বাতাস রোগদায়ক, পশ্চিমে বাতাস উয় ও রুক্ষ হয় । শিষ্য । এই সকল বাতাসের যে এই সকল গুণ হয় ইহা । কারণ কি? w গুরু। দক্ষিণ বাতাস যে মধ্যম তাঙ্গার কারণ এক্ট, যে সি মহাসাগর হইতে আইসে, এব০ উত্তরে বাতাস হিমসাগর ই স্ততে কল্প) সূর্য্যের তেজঃক্ষীণ প্রযুক্ত হিমালয়হষ্টতে আইসে, এই জলো সে শীতল হয়। আর পূৰ্ব্ব বাতাস সুন্দরবনহক্টতে তাগমন করাতে রোগদায়ক হয়। পশ্চিমে বাতাস উষ্ণু ও রুক্ষ ভূমি দিয়া আর্থমন করে, এই জন্যে সে উসু ও রুক্ষ হয় । শিষ্য। নিৰ্ঘাত বায়ু কি কারণ জন্মে : - গুরু। দুই বাতাস সম্মুখাসমূগী হইয়া বেগবান হইলে কিম্ব। হঠাৎ স্থিরবায়ু বিস্তারিত হইলে নিৰ্ঘাত বায়ু জন্মে। এবন এই রূপে ঝড়ও জন্মে । শিষ্য । বায়ু ও মেঘ এই দুষ্ট বস্তু কি? শুরু। অতি সূক্ষ্ম অদৃশ্য যে জলীয় পরমাণু আকাশে উঠে তাহাকে বায়ু বলা যায় । কিন্তু যে সময় সে সমস্ত দৃশ্য হইয়া ব্যাপ্ত হয়, তৎকালে মেঘ নাম ধারণ করে । শিষ্য। এই বায়ু কোথাহইতে উঠে ? . গুরু। সূৰ্যসন্তাপদ্বীর পৃথিবীহইতে উঠিয়া লঘুতা প্রযুক্ত আকাশ মণ্ডলে থাকে . ‘ v *, শিষ্য। বায়ু আকাশ মণ্ডলে থাকাতে ফল কি ? ॐंठद्वह । যে সময়ে স্থিরবায়ু উষ্ণু হয় তৎকালে তাহাকে শীতল করে, এব৯ যে সময়ে ব্যাপ্ত হইয়া মেঘ হয়, তখন আমাদিগকে