41 বৃষ্টিপাত হইত ভৰে পৃথিবীতে কিছুই থাকিত না, বিশেসতঃ বৃক্ষ লতা প্রভৃতির মূলের মৃত্তিক ধৌত হইয়। বৃক্ষণদি সকলও নষ্ট হইত। এই রূপে জগতের অনেক ক্ষতি হইত । শিষ্য। বৃষ্টি হওয়াতে আমাদের উপকার কি ? গুরু। অনেক উপকার আছে। দেথ, বৃষ্টিদ্বারা পৃথিবী শস্যশালিনী হয়, ও মান বৃক্ষাদি সঙ্গীৰ হয়, তভিন্ন গ্রীষ্ম কালীন উত্তপ্ত বায়ু সুশীতল হয় । বিশেষতঃ মদ মদার উনুই সকল এমন বৃদ্ধি পায় যে তাহাতে কখন জলাভাব হইবার সম্ভাবনা থাকে না | - শিস্য ! সৃষ্টি আগমনের কোন পৰ্ব্ব লক্ষণ আছে ? গুৰু । হা, বায়ু ও পক্ষী ও পুস্ত্ৰাদি অনেক লক্ষণদ্বারা বৃষ্টি আগমনের নির্ণয় হয় । শিস্য । বৎসরের মধ্যে পৃথিলীতে কত পরিমিত সৃষ্টি হয় ? .” গুরু। শ্বন, এক শত যবের অধিক পরিমিত পৃষ্টি হয় । শিস । পৃথিবীহইতে বায় উঠিয় বৎসরের মধ্যে কত জল অ্যাকাশে উঠে ? - গুরু। এক শত বি০ শতি মলের অধিক পরিমিত জল উঠে ! শিস্য | রামধনুক উদয় হয় কেন ? গুরু । সে কেবল সূৰ্য্যাকরণদ্বারা হয় । জার্থাৎ জলকfণকাতে সূৰ্য্যাকরণ কিঞ্চিৎ প্রবেশ করির কোন রূপে নিগত হইলে রক্ত বর্ণ দর্শন হয়। এর্লন যে কণিকাতে সূৰ্য্যাকরণ তাধিক রূপে প্রবিষ্ট হইয় অধিক রূপে নির্গত হয় তাহ নীলবর্ণ হয় । এই রূপে জলকণিক নান বর্ণ ধারণ করিয়ণ রামধনুক হয় । শিম্য। হিম ও শীতের আগমন কি প্রকারে হয়? গুরু। অনেক সময়ে বাতাসহ ইন্তে হিম ও শীত জন্মে, বিশেযতঃ উত্তর দক্ষিণ কেন্দ্রহইতে বায়ু বহিলে অধিক হয় তাহাতে যেমন রাতাস তদ্রুপ হিম ও শীত হয় ।
পাতা:পদার্থবিদ্যাসার.djvu/৫২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
