পাতা:পদার্থবিদ্যাসার.djvu/৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

41 বৃষ্টিপাত হইত ভৰে পৃথিবীতে কিছুই থাকিত না, বিশেসতঃ বৃক্ষ লতা প্রভৃতির মূলের মৃত্তিক ধৌত হইয়। বৃক্ষণদি সকলও নষ্ট হইত। এই রূপে জগতের অনেক ক্ষতি হইত । শিষ্য। বৃষ্টি হওয়াতে আমাদের উপকার কি ? গুরু। অনেক উপকার আছে। দেথ, বৃষ্টিদ্বারা পৃথিবী শস্যশালিনী হয়, ও মান বৃক্ষাদি সঙ্গীৰ হয়, তভিন্ন গ্রীষ্ম কালীন উত্তপ্ত বায়ু সুশীতল হয় । বিশেষতঃ মদ মদার উনুই সকল এমন বৃদ্ধি পায় যে তাহাতে কখন জলাভাব হইবার সম্ভাবনা থাকে না | - শিস্য ! সৃষ্টি আগমনের কোন পৰ্ব্ব লক্ষণ আছে ? গুৰু । হা, বায়ু ও পক্ষী ও পুস্ত্ৰাদি অনেক লক্ষণদ্বারা বৃষ্টি আগমনের নির্ণয় হয় । শিস্য । বৎসরের মধ্যে পৃথিলীতে কত পরিমিত সৃষ্টি হয় ? .” গুরু। শ্বন, এক শত যবের অধিক পরিমিত পৃষ্টি হয় । শিস । পৃথিবীহইতে বায় উঠিয় বৎসরের মধ্যে কত জল অ্যাকাশে উঠে ? - গুরু। এক শত বি০ শতি মলের অধিক পরিমিত জল উঠে ! শিস্য | রামধনুক উদয় হয় কেন ? গুরু । সে কেবল সূৰ্য্যাকরণদ্বারা হয় । জার্থাৎ জলকfণকাতে সূৰ্য্যাকরণ কিঞ্চিৎ প্রবেশ করির কোন রূপে নিগত হইলে রক্ত বর্ণ দর্শন হয়। এর্লন যে কণিকাতে সূৰ্য্যাকরণ তাধিক রূপে প্রবিষ্ট হইয় অধিক রূপে নির্গত হয় তাহ নীলবর্ণ হয় । এই রূপে জলকণিক নান বর্ণ ধারণ করিয়ণ রামধনুক হয় । শিম্য। হিম ও শীতের আগমন কি প্রকারে হয়? গুরু। অনেক সময়ে বাতাসহ ইন্তে হিম ও শীত জন্মে, বিশেযতঃ উত্তর দক্ষিণ কেন্দ্রহইতে বায়ু বহিলে অধিক হয় তাহাতে যেমন রাতাস তদ্রুপ হিম ও শীত হয় ।