পাতা:পদার্থবিদ্যাসার.djvu/৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

45 শিষ্য। হেমন্তকালে কণিকাকার যে পালা পড়ে তাহার কারণ কি ? - গুরু। শীতদ্বারা বায়ু সকল কঠিন হইয়া আশশহইতে বরফের ন্যায় পতিত হয় তাহ সুন্দর রূপে চাকুষ ও হয় : শিষ্য। মেঘ হইতে কি প্রকারে বিদ্যুৎ ও গৰ্জ্জন হয় ? গুরু। মেঘের মধ্যে অগ্নিময় বস্তু থাকাতে সে বস্তু যখন এক মেঘহইতে অন্য মেঘে প্রবেশ করে তৎকালে বিদ্যুৎ হয়, এবণ প্ৰৱিষ্ট হইবামাত্র বাকদের ন্যাস প্রজ্জ্বলিত ইষ্টয় মহাশন্স করে, সেই শব্দের নাম মেঘগঞ্জন | - শিষ্য । বিদ্যুৎহঠাতে আমাদের উপকার কি ? গুরু। বিদ্যুৎ মন্দ বাস্ত্র সকলকে নষ্ট করে, এবং বায়ুকে ইতস্থত চালন করিয়া নিৰ্ম্মল করে তাহ কেবল নয়, বৃষ্টি কলিয়: গ্রীষ্ণুের অল্পতাও জন্মায়। - শিয় । মেঘ গৰ্জ্জন হয় কেন ? গরু। যে সময়ে সূর্য্যতাপদার। পৃথিৰীয় ষ্টতে সোর ও গন্ধকের স্বায়ু উঠিয়া মেঘের সহিত যুক্ত হয়, তৎকালে ঐ মেঘ প্রস্তুলিত হইয়া ছিন্ন ভিন্ন হইলে মহ! শবদ স্থর । এর । বিদ্যুৎদালন দুই বায়ু ছিন্ন হইয়া মিলিত হইলে তদ্রুপ শব্দ হয় তাহকে মেঘগৰ্জ্জন বলে । শিষ্য ! মেঘের সড় ২ কঠোর গঞ্জন হয় কেন ? গুরু। সে প্রতিধ্বনিদ্বারা জন্মে। শিষ্য। প্রতিধ্বনি কি প্রকারে হয় ? গুরু। বায়ুর গতিদ্বার জন্মে। ফলতঃ যে সময়ে বায়ু উচু নীচ ভিতে কিম্বা পৰ্ব্বতাদিতে পতিত হয়, তৎকালে প্রতিধ্বনি হয় । - - শিষ্য। মেঘগৰ্জ্জন যদি কেবল শব্দ মাত্র হয় তৰে তাহাতে অামাদের ভয় কি ? গুরু। বটে, তাহাতে ভয়ের বিষয় কি ? বিদ্যুৎদ্বারা ভয় করিতে হয় বটে, কিন্তু তাহ যদি দূরে হয় তবে তাহাতেও ভয় নাই ।