পাতা:পদার্থবিদ্যাসার.djvu/৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

47 শিষ্য। বিদ্যুৎ দূরে কিনিকটে তাহ আমি কি প্রকারে নিশ্চয় করিব ? - গুরু। বিদ্যুৎ হইলে কিঞ্চিৎকাল বিলম্বে যদি মেঘগৰ্জ্জন হয় তবে তাহাদ্ধারণ নির্ণয় হয়। আর যদি কিছু অধিক কাল বিলম্বে গৰ্জ্জন হয় তবে সে বিদ্যুৎ যে অতি দূরে ইহ জনা যায়, তাহতে কোন ভয় নাই ; কিন্তু যদি অল্পক্ষণের মধ্যেই গৰ্জ্জন হয় তবে cস বিদ্যুৎ নিকটে ইহ জানা যায় তাহাতে কিঞ্চিৎ ভয় আছে । শিষ্য। ভাল, বিদ্যুৎ ও গৰ্জ্জন যদি এক সময়ে হয় তবে বিদ্যুৎ, হইলে কিঞ্চিং বিলম্বে গৰ্জ্জন হয় কেন ? গুরু। শব্দ তাপেক্ষ আলো অতি শীঘ্ৰগামী এষ্ট জন্যে অগ্রে আলে। আমাদের চক্ষুগোচর হয় পশ্চাৎ, কৰ্ণেতে শব্দ গ্রহ হয় । শিষ্য। আকাশমণ্ডলে শব্দ কত শীয় চলে ? গুরু। যদি কোন বাধা ন পায় তবে এক নিমিমের মধ্যে প্রায় আট শত পঞ্চাশ হাত গমন করে । কিন্তু আপলে সেই এক নিমিষের মধ্যে দুই লক্ষ কী-\রেজি ক্রোশ গমন করে । শিষ্য। বিদ্যুৎ ও মেঘগৰ্জ্জনের সময়ে বৃক্ষের তলে গমন করা: থে অনুচিত এ কথা আমি মহাশয়ের নিকটে শুনিয়াছি । গুরু । হা, আমি তোমাকে তাহ কহিয়াচ্ছি। কেননা বৃক্ষের বিদ্যুদাকর্ষণ শক্তি অাছে। অতএব তৎকালে যদি নিকটে গৃহাদি না থাকে তবে বরঞ্চ পথে কিম্ব মাঠের মধ্যে থাক ভাল, তথাচ বৃক্ষের তলে থাক অনুচিত। শিষ্য। ভাল মহাশয়, ঝড়ের সময়ে যে বিদ্যুৎ ও গৰ্জ্জনৰ্দ্ধারণ অনেক ২ মনুষ্য পশ্ন পক্ষী নষ্ট হয় এব^ লোকদিগের অন্য ২ ক্ষতি হয় ইহার কারণ কি ? গুরু। মেঘের মধ্যে যে সোর ও গন্ধকময় বস্তু থাকে তাহ। যদি শুষ্ক ও লঘু হয় তৰে আকাশে উদ্ধৃগমন করিয়া সে স্থানে প্রজ্জ্বলিত হইলে বিদ্যুৎ হইয়া কোন হানি করে না। কিন্তু যদি বস্তু নিবিড় ও ভারি হয় তবে পৃথিবীর নিকটে থাকিয়া