পাতা:পদার্থবিদ্যাসার.djvu/৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

51 শিষ্য। ভাল মহাশয়, এই পৃথিবী পৰ্ব্বত উপপৰ্ব্বতাদি বিহীনহইয়া যদি সমান রূপে বিস্তারিত হইত তৰে কি দেখিতে অম্বিক . সুন্দর হইত না? এখন এই সমস্ত পৰ্ব্বতাদিদ্ধারণ তাঁহার कि ८नौकर7िद्र ठाङ्गठ श्झ माझे ? . গুরু ! না, কেননা কৃত্রিমভূগোলের উপরে যেমন ধূলিকণিকা থাকে, কিম্বা নারঙ্গ লেবুর উপরে যেমন উচুনীচ স্থান থাকে, তদ্রুপ পৃথিবীর উপরে ঐ পৰ্ব্বতাদি আছে । অতএৱ এই সমস্ত ক্ষুদ্রৰন্থদ্বারা কি পৃথিবীর সৌন্দর্যের হানি হইতে পারে? তোমরাএমন জ্ঞান কর ? পৰ্ব্বত না থাকিলে উনুই ও নদনদী হইত না, . কেননা রায় ও বৃষ্টি ও বরফ ইত্যাদি পৰ্ব্বতের মধ্যে প্রৱেশ, করাতে নদনদী জন্মে ; এব^ পৰ্ব্বত হক্টতে সৰ্ব্বধাতু ও শ্বেস্ত প্রস্তুর মণিমাণিক্যাদি জন্মে। বিশেষতঃ পৰ্ব্বতের এমন গুণ আছে, যে মেঘসমস্তকে আকর্ষণ করে, এব^ নিকটস্থ নিম্নভূমি সমস্তকে হিমবাতাসহক্টতে রক্ষণ করে । * শিষ্য। বালুকাময় পৰ্ব্বতে কোন বস্তুই জন্মে ন তবে তাহাতে ফল কি ? * r - গুরু । ফল আছে, তাহাদ্বারা সমুদ্রের ঢেউ নিম্নভূমিতে উঠিতে: পারে না । একথা আমাদের বিবেচনার যোগ্য বটে, কেমন দেখ ষে বালুক ফুৎকারধারা উড়িয়া যায় এমন ক্ষুদ্র বস্তু একত্র হইয়। এমত দৃঢ় পৰ্ব্বত হয় যে তাহাতে সমুদ্রের টে 滚 বেগেতে লাগিলেও তাহার কিছু হানি হয় না, এব^ সমুদ্র উথলিলেও তাহ লঙ্গন করিয়া জল যাইতে পারে না । •, - শিষ্য। পৃথিবীর মধ্যভাগ ও অন্তভাগ দুই কি এক প্রকার } গুরু। না একপ্রকার নয়, কেনন। পৃথিবীর মধ্যে সুৱৰ্ণ, রজত, তাম্র, দম্ভ, সীসক, লৌহ, প্রভৃতি অনেক ধাতু আছে । .. . শিষ্য। ধাতু সমস্ত মৃত্তিকার মধ্যে থাকে কেন ? - গুরু । তাহহেইতে যেন কৃষি কৰ্ম্মের কোন বাধা না জন্মে এই জন্যে মৃত্তিকার মধ্যে থাকে।