గ్రీ:3 শিষ্য। ধাতু ৰাতিরেক আর কোন বহু মূল্যধৰ পৃথিবীতে আছে কি মা ? : , গুরু। হ, পার, ও খড়ি, ও গন্ধক, ওঁ চূর্ণ ও লবণ, ও ইষ্ট ও কাঁচমূত্তিক, ইত্যাদি বস্তু তভিন্ন প্রস্তর, ও শ্বেত প্রস্তর, ও টঙ্ক, ও হীরক, এবণ যাহাম্বার সমুদ্র গমনের পরম উপকার হয় এমন চুম্বক"প্রস্তর ইত্যাদি অাছে । r" - শিষ্য। পৃথিবীর বিষয় শুনিলাম, এইক্ষণে যদি আপনি অনুগ্রহ; করেন তৰে সমুদ্রবিষয়ে যাহাং বিবেচনার যোগ্য আছে,তাহা । গুরু। সমুদ্রের বিস্তারত্ব ও গাম্ভীর্য ও লবণতৃ ও জোয়ার ও ভাট ও পরিখা ইত্যাদি বিবেচনার যোগ্য গুণ আছে। : শিষ্য। সমুদ্রের এতে বিস্তারত। কেন ? * , , গুরু। উচিত মতে ইহাতে হইতেই পারে, তাহাতে সন্দেহ কি ? যেহেতুক সমুদ্র সকল জলের আধার হইয়াছে । দেখ, সূর্য · তাপম্বারা তাহাহইতে লক্ষং কুম্ভ জল আকৰ্ষিত হইয়া মেঘ . হয়, পরে ঐ মেঘহইতে বৃষ্টি হইলে তাহাম্বারঃ সৰ্ব্বদেশীয় লোকের স্নান পানাদি হয়। . শিষ্য। শরীরের মধ্যে যেমন প্রকৃতির বিস্কৃত্তি হয় সৰ্ব্বৰম্ভয় । মধ্যেই তজপ আছে কি না ? শুরু। ই আছে। ছেথ বৃষ্টিহইতে উলুই ও উনুইহইতে নদনদী4 ও নদনদীহইতে সমুদ্রের বৃদ্ধি ও সমুদ্রহইতে বাস্ত্র ও বায়ুম্বইতে: মেম্ব জন্ধে, এৰণ মেঘহইতে বৃষ্টির উত্তৰ হয়। এই প্রকার প্রকৃষ্টিয়: ীিকৃত্তি তাঁর প্রথমাবধি ও শেষ পর্যন্ত জানিবা। শিষ্য। অন্যং বৰহইতেও যে প্রস্তুর জন্মে ইহার কারণ কি? . "গ্রুপ। ষে জলের মধ্যে প্রস্তুর ও তাম্রাদি আছে সেই জলমধ্যে ।
- נ"ז,
আন কোন বৰ বহুদিন থাকিলে তাহাও সেই প্রস্তুরও তাম্রাদির । 1. ৪ প্রাপ্ত হইয়া চক্ৰপ হয়। }