পাতা:পদার্থবিদ্যাসার.djvu/৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

65 শিষ্য । কেশ কি কেবল মস্তকের শোভার নিমিত্ত হইয়াছে ? গুরু। না তাহ কেবল নয়, কেশদ্বারা মস্তক উষ্ণু থাকে এল০ পুত্যেক কেশের ছিদ্রদ্বারা ঘৰ্ম্ম নির্গত হয়। তভিন্ন কেশ মস্তুককে ত্যাঘাতহক্টতে ও রক্ষণ করে । শিষ্য। প্রত্যেক কেশের মূলেই কি ছিদ্র অাছে ? গুরু। হা, অতিসূক্ষ্ম ছিন্ন আছে,তাহী ক্ষুদ্র দুরবীণদ্বারা দৃষ্ট হয়। শিষ্য । চক্ষুর বিষয় আপনি কি কিছু বলিবেন ? গুরু । তবে স্তন, নকল অঙ্গপ্রত্যঙ্গের মধ্যে চক্ষু অতি কৌশলে BBB BBBB S BBBBS BBBB BBBB BBS BBBBS কহিয়াছেন, এই জন্যে অামি তাহ না কহিয়া চক্ষু যে স্বস্থানে, থাকিয় গমনশীল এ কথা কহিতেছি । দেশ, আমরা মস্তক ন ফিরাইলেও তিন দিক দর্শন করিতে পারি, আর চক্ষু এমন উত্তম স্থানে স্থাপিত হইয়াছে যে অনায়াসে তাহার রক্ষণ হয় । যে সময় চক্ষুতে স্থধিক দীপ্তি লাগে তৎকালে যেন তাহাতে অধিক তেজঃপুৰেশ কaিয় কিছু হানি করিতে না পারে এই জন্যে সে আপন ভারণকে সন্ধচিত করিতে । পারে। আর যথম অল্প তেজ লাগে তৎকালে যাহাতে উপযুক্ত দীপ্তি গ্রহণ হয় এমত রুণে তাম্রাকে দস্তার করিতে পারে। শিম্য । চক্ষুর পশ্ন থাকাশে ফল কি ? গুরু। পক্ষধারণ প্রচণ্ড কিরণহক্টতে চক্ষুর রক্ষণ হয় এল৭ ক্ষুদ্র ২ কীটের পতন নিবারণ হয় । - শিষ্য । অক্ষিপুট থাকাতে আমাদের উপস্কার কি ? : গুরু । অক্ষিপুট নয়নের অাবরণ বিশেষ যে অণমরণ পর.দার ন্যায় দিবসে উন্মীলন করিতে পারি ও রাত্রিকালে নির্মী লন করিয়া অনায়াসে নিৰ্ব্বিন্ধুে নিদ্র। যাইতে পারি। শিষ্য। জ্ব থাকাতে ফল কি ? -- গুরু। ফল এই, যে ক্রদ্ধারণ নয়ন ধূলি ও ঘৰ্ম্মহইতে রক্ষা পায়। কেননা ধূলি ও ঘৰ্ম্ম নয়নে প্রবেশ করিলে অতিশয় যন্ত্রণাদায়ক। হয় এৰ দৃষ্টির ব্যাঘাত ও করিতে পারে। অতএব কোন সময়ে জ নয়নকে রক্ষণ করে তাহt কেৱল নয় তাহ পরিস্কতও বtrশ।