পাতা:পরিব্রাজকের বক্তৃতা.djvu/১২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভারতে ধৰ্ম্ম-প্রচার । Soసి করিয়া ধীরে ধীরে ঐ বীজটী তথায় অক্ষুরিত হইয়াছে। তাহার মূল ধীরে ধীরে যোড়ের মুখের ভিতর দিয়া ভিতরে ভিতরে বিস্তারিত হইয়াছে। ক্ষুদ্রাবয়বে একটী বৃক্ষ আকাশকে লক্ষ্য করিয়া উপরের দিকে উঠিল। ক্রমে ক্রমে তাহার কাও ও মূল পুষ্ট ও বিশাল হইতে লাগিল, বজলেপময় পাষাণের যোড়ের মুখ খুলিয়া গেল। সেই দুৰ্জয় দ্বার একটা বীজের প্রবল পরাক্রম-পূর্ণ বেগ সহ করিতে না পারিয়া ভূমিতে লুটাইয়া পড়িয়াছে। শিক্ষিত সভ্য মহোদয়গণ বিধৰ্ম্ম ও কদাচারের দুর্গদ্বার যতই দুর্জয় হউক না কেন, কিন্তু যদি পবিত্র আর্য্যকুলের একটা মাত্র জীবন্ত বীজও ভারতে জন্মগ্রহণ • করিয়া থাকেন, তবে নিশ্চয় জানিবেন, তিনি ব্রহ্মাওপুরীর উদ্ধ আকাশের উর্দ্ধতন পরম ধামের প্রতি লক্ষ্য করিয়া কার্যাক্ষেত্রে অগ্রসর হইবেন । তাহারই তেজস্বিনী বাণী শুনিয়, তাহারই সদাচারকে আদর্শ করিয়া, লুেকের হৃদয় মন নাচিয়া উঠিবে, বিধৰ্ম্মের বিজয়-পতাকা উৎপাটিত হইয়। ভূমিতে পড়িবে, দুদ্ধৰ্ষ দুরাচারের পাষাণরাশি খও খ ও হইয়। ধরার ধুলি-রাশিতে মিশাইবে । আবার সনাতন স্বধৰ্ম্মের সিংহনাদে এই দুরাচারের দুর্জয় ও দুর্ভেদ্য দুর্গ সাধু সজ্জনের অধিকত হইয়া, শিষ্টাচারবিহিত নিয়ম নিষেধের ব্যবস্থা পিস্থত হইবে । তখন ধৰ্ম্মের বিজয়-ভেরী বাজিয়া আকাশ পাতাল পুলকিত করিবে । ব্রহ্মলোক-নিবাসি তেজস্বি তপস্থি মুনি মহাত্মাগণ! তোমাদিগকে শ্রদ্ধাপূৰ্ব্বক অভিবাদন করি । একবার তোমরা সকরুণ निंदा দৃষ্টিতে তোমাদের ভারতের প্রতি নেত্রপাত কর, এক