পাতা:পরিব্রাজকের বক্তৃতা.djvu/১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Հ পরিব্রাজকের বক্তৃত। লাভ করিয়া থাকে। কিন্তু অন্যত্র অনৃেষণ না করিয়া নিজ নিকেতনেই যাহার সমস্ত আশা পরিপূর্ণ হইয়। থাকে, তাহার অন্যত্র যাইবার প্রয়োজন কি ? তাহার পর-পদ-পরিসেবনে লাভ কি ? যে আপনার গুহে বসিয়া জীবনের অভীষ্ট-সাধনের সমস্ত উপাদান, সমস্ত সামগ্রী প্রাপ্ত হয়, তাহার অপেক্ষ ভাগ্যবান আর কে আছে ? যে ভারতের উত্তর ভাগে গগনমণ্ডল ভেদ করিয়া, হৃদয়-কন্দরে অমূল্য রত্নমালা ধারণ করিয়া, নিৰ্ম্মল নীর-প্রবাহে নদ-নদী নিঃসারিত করিয়া, হিমাচল অটলভাবে দণ্ডায়মান ; যে ভারতের পূর্ব পশ্চিমে মহারোল-কল্লোল-তরঙ্গ-ভঙ্গ-মালায় আস্ফালন পূর্বক পার্ষদরূপে উপসাগরদ্বয় বিরাজমান ; রত্নাকর মহাসাগর যে ভারতের নামে স্বয়ং নাম ধারণ করিয়াছে, ও দক্ষিণ ভাগে উত্তাল তরঙ্গে নৃত্য করিতে করিতে যে ভারতের পদ প্রক্ষালন করিয়া দিতেছে ; স্বাভাবিক শৃঙ্গারমালঃ যে ভারতকে স্বষ্টির আদি কাল হইতে এ পর্য্যন্ত লোকচিত্ত-বিনোদ-বিহার-ভূমি করিয়া রাখিয়াছে ; শিক্ষা , ও সভ্যতার কিরণমালা যে ভারতের মুখ-মওলকে প্রথম উজ্জ্বল ও উদ্ভাসিত করিয়াছে ; শক্তি ও সামর্থ্য বলে যে ভারত জগদ্‌-গুরু বলিয়া ইতিহাসে অভিহিত হইয়াছে ; আজ সেই ভারতবাসী আপনার তত্ত্ব ভুলিয়া, আপনার দেশ, আপনার জাতীয়ত, আপনার কুল-মান-মর্থ্যাদাকে তাচ্ছিল্য করিয়া, আপনার শিক্ষা ও দীক্ষা, আপনার অভু্যদয় ও মহত্ত্ব, আপনার অতুল ঐশ্বৰ্য্য, আপনার