পাতা:পরিব্রাজকের বক্তৃতা.djvu/১৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২২ পরিব্রাজকের বক্তৃতা। প্রকাশ করিতে নাই ; গুরুগণের সহিত বা তাহাদের সম্মুখে অন্য কাহারও সহিত পরিহাস করিতে নাই, তাহাদের সম্মুখে তর্জন বা বহু বাগবিন্যাস ও বাচালতা করিতে নাই ; যে দিন আমরা আয়হিতাকাঙক্ষী হইয়৷ এই নীতি-বাক্যের সম্পূর্ণ সম্মাননা রক্ষা করিতে পারিব, “দুস্কুলীনঃ কুলীনোবা মৰ্য্যাদাং যো ন লঙ্ঘয়েৎ । ধৰ্ম্মাপেক্ষী মৃদুল্লাহ্রীমান স কুলীনশতাদ্বরঃ ॥” দুষ্ক,লজাত হউন বা সংকুল-সস্তুতই হউন, যিনি কখনও কাহার ও বৈধী মৰ্য্যাদা লঙ্ঘন না করেন, যিনি ধৰ্ম্মানুকূল কার্থ্যেরই অনুষ্ঠান করেনু, যিনি বিনয়বিনম, যিনি লজ্জাশাল, তিনি যে শতকুলীন অপেক্ষাওঁ শ্রেষ্ঠ ; যে দিন আমরা এই উচ্চ হৃদয়ের উদার সিদ্ধান্তটাকে শিরোধার্ঘ্য করিয়া সমাজের কল্যাণ কামনা করিব, সেই দিনই বুঝিব, আর্ঘ্য প্রতিভার বিমল কিরণমালা আমাদিগের মুখ উজ্জ্বল করিবে । “বুদ্ধবালধনং রক্ষ্যমন্ধস্য কৃপণস্য চ | ন খাতপুৰ্ব্বং কুপীত ন রুদস্তি ধনং হরেৎ ॥ কৃতং কৃপণবিত্তং হি রাষ্ট্রং হস্তিন্থপশ্রিয়ম্ ” বৃদ্ধ, বালক, অন্ধ, ও দান ব্যক্তির ধন রাজা যত্বপূৰ্ব্বক রক্ষা করিবেন ; প্রজারা কুপাদি খনন করিয়া জল সংস্থান করিলে, তাহার কর লইবেন না ; রাজকর-প্রদানে নিতান্ত কাতর। স্ত্রীলোকের নিকট কর গ্রহণ করিবেন না, ও দীন জনের অত্যন্ত্র মাত্র ধন হইতে ও কর গ্রহণ করিলে রাজার রাজ্য ও রাজশ্রী অচিরাং বিনষ্ট হইয়া যায় ; এই রাজনৈতিক কৌশলপুর্ণ উপদেশটর যে দিন আমাদিগের দেশের