পাতা:পরিব্রাজকের বক্তৃতা.djvu/১৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>Q。 পরিব্রাজকের বক্তৃতা। র্যাহাকে দয়া করিয়া চরণে স্থান দিয়াছেন, তাহার জগতে আবার অভাব কি ? তাহার আবার দুঃখ কি ? আনন্দ ও উৎসবের উচ্ছাস তাহার হৃদয়ে সদাই খেলিতেছে। বাহিরের অবস্থার দিকে তাকাইলে দীনদুঃখী ভারতবর্ষের—পরপদ-বিদলিত ঘৃণিত ভারতবর্ষের—আীজ উৎসব করিবার কথা নয় বটে ; কিন্তু অন্তর্জগতের দিকে তাকাইলে, অলৌকিক অধ্যাক্স রাজ্যের দিকে দৃষ্টিপাত করিলে, ভারতবর্ষের সদাই উৎসাহ-পূর্ণ উৎসব করিবার কথা । বাহিরের দুইদিনের ছণর সংসার দুঃখময় বটে, বাহিরের অবস্থা ব্যবস্থা অতি শোচনীয় বটে ; কিন্তু সাধুস্থদয়গণ ! ভারতীয় আর্য্যজাতি চিরদিনই অন্তর্জগতে বিচরণ করিয়াছেন, অন্তর্জগতেরই সুখ দুঃখ বিচার করিয়াছেন, অন্তর্জগতের দিব্যজ্যোংস্নায় তাপিত অঙ্গ শীতল করিয়াছেন। মানব বাহিরের তপ্ত ধূলায় দগ্ধদেহ হইলে অন্তঃসলিল শীতলামু-বাহিনী ফন্তু নদীতে অবগাহন করিয়৷ নিজকুল, পিতৃকুল পবিত্র করিয়া থাকেন; তাই বলি, ভিতরের ব্যাপার দেখিতে পাইতেছেন না বলিয়া, অন্তরের অন্তরে প্রবেশ করিতে পারিতেছেন না বলিয়া, প্রাণের প্রাণ স্বধাসিন্ধুতে ডুবিতে পারিতেছেন না বলিয়া, ইন্দ্রিয়ের ইন্দ্রিয়-স্বরূপের দ্বার উদঘাটিত হইতেছে না বলিয়া, সেই নিত্যানন্দময়, সেই পরম সুখময়, সেই মহামহোৎসবময় ধামের মুবাসিত বাতাসে সুখী হইতে পারিতেছেন না । এই উৎসবের অধিষ্ঠাত যিনি, যাহার নামে আজ সভা-স্থান পরিপূর্ণ, তাহারই প্রেম-কিরণ-মালাকে মণিময় মালা করিয়া হৃদয়ে ধারণ করুন। পতিত দুঃখপূর্ণ সংসার আজ হাসি