পাতা:পরিব্রাজকের বক্তৃতা.djvu/১৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভারতে উসব। ᎼᏩᎼ সে দিকেই একবার তাকাইলাম না, তদভিমুখে দুয়ার খুলিয়। রাখিলাম না, কেবল কায় ফেলিয়া ছায়ায় মুগ্ধ হইলাম, আসল ফেলিয়া নকল লইয়া ভুলিয়া গেলাম, সুতরাং সুখী হইতে পারিলাম না। কুমুদিনী স্থধার জন্য চন্দ্রের কাছেই চাহিয়া থাকে, চাতক পিপাসার শান্তির জন্য মেঘের কাছেই ভিক্ষণ করে, অন্যের কাছে নহে। সরোবরে প্রতিবিম্বিত চন্দ্রের দিকে কুমুদিনী ফিরিয়াও চায় না, নদনদী ও সাগরে অগাধ জল থাকিতেও চাতক সে জল পান করে না । জীব ! তোমার অন্তর-গহনআকাশ আলো করিয়া যে সুচারু চন্দ্রিম স্বস্নিগ্ধ জ্যোৎস্নার ছটায় হাসিয়া ভুসিতেছে, একবার তাহার দিকে নেত্রপাত কবু, পূর্ণ চন্দ্রের মধুর স্থধারাশিতে তোমার মনঃপ্রাণ শীতল হইয়া যাইবে, তোমার ত্রিতাপ-জ্বাল মিটিয়া যাইবে। সংসারের বাহিরে বাহিরে চিরকাল অনৃেষণ করিলে ৪ সে সুধালাভ করিতে পরিবে না । ধৰ্ম্মোংসবের স্বৰ্গীয় উৎস-বারিতে চক্ষু ধুইয়া লও, দিব্য দৃষ্টি হইবে, প্রেমস্বীকরের বিমল ছবি দেখিতে পাইবে । ইতিপূৰ্ব্বে প্রতিপন্ন হইয়াছে, পরম সুখের পথ খুলিবার জন্যই উৎসবের অবতারণা বা আবশ্যকতা । সংসারের দুঃখ-দাবানলের তীব্র শিখা নিৰ্ব্বাণ করিবার জন্যই উৎসবের উৎস বিনিৰ্ম্ম ক্র হইয়াছে। ভগবৎ-সেবা-সম্বন্ধ লইয়াই ধৰ্ম্মিষ্ঠ ভারতে উৎসব। পার্থিব সম্পত্তি ব| বিলাসবৈভব লইয়া ভারতীয় উৎসবের প্রতিষ্ঠ। নহে। উৎসবে এইরূপ ব্যাপার সমুহই অনুষ্ঠিত হইয় থাকে, যাহাতে ক্ষুন্ন চিত্ত ও প্রসন্ন হইয় উঠে। পূজার সময় যখন শঙ্খ ঘণ্টার