পাতা:পরিব্রাজকের বক্তৃতা.djvu/২১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অন্ধের যষ্টি । S ο Φ. উছলিয়া উঠিয়াছে। যেমন বড় মানুষের অনেক টাকা থাকিলে ও র্তাহার দ্বারে একজন দরিদ্র উপস্থিত হইলে, এবং চীৎকার করিয়া প্রার্থনা করিলে, তাহার প্রার্থন। পরিপূর্ণ হওয়া দূরে থাক, সে দ্বারবান কর্তৃক তিরস্থত ও তাড়িত হইয়। থাকে ; সেইরূপ আমার ন্যায় অন্ধ জীব যোগৈশ্বৰ্য্য দেখিয়৷ যোগীর দ্বারে উপস্থিত হইলে যোগী আমাকে অনধিকারী— অন্ধ বলিয়া দ্বার হইতেই তাড়াইয়া দিবেন। আমি অন্ধ, সাধন-চতুষ্টয়-সম্পন্ন নয় বলিয়া জ্ঞানী হয়ত আমাকে সম্মুখে বসিতেই দিবেন না। কিন্তু দয়ায় হৃদয় বিগলিত যার, দুঃখীর জন্য প্রাণ কঁদে যার, তিনি কি সুন্ধ আতুরকে দেখিয়া নীরব থাকিতে পারেন ? তাই অনাথ ও অনাশ্রিতের পরমহিতৈষী পুরাণ-রচয়িতাগণ জ্ঞানের অনন্ত গুহ্য ভাণ্ডার—বেদের গভীর গর্ভ হইতে এই নামের যষ্টি বাহির করিয়া অন্ধের সদগতি বিধান করিয়াছেন । যে কেহ অন্ধ থাক, এই অনাথবন্ধু—অন্ধের ঘষ্টি গ্রহণ কর ; এমন অদ্ভুত যষ্টি আর কোথা ও নাই। নিরাশ্রয়ের এমন অবলম্বন ও তার কোথা ও নাই । যাহার কেহ কোথাও নাই, নামের মত এমন বন্ধু সে আর পাইবে না । তোমার জপ, তপ, ব্রত অনুষ্ঠান করা না থাকিলেও এই যষ্টি আপন আপনি তোমাকে সকল ফলের কল্পতরু-তলে লইয়। যাইবে । তোমার অন্ধকার ঘরে অনস্তকোটীসুর্য্য-বিজয়ী পরমতেজ দেখিতে পাইবে । তোমার কুটীল পথকে সরল করিয়া, বাকাচোরা পথের মোড় বাঁকাইয়। যষ্টি আপনিই তোমাকে তোমার লক্ষ্য নিবাসে পৌঁছাইয়া দিবে। তুমি পাতকী বা পাষও হও, চিস্তা কি ? হরিনামের যষ্টি তোমার