পাতা:পরিব্রাজকের বক্তৃতা.djvu/২৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অন্ধের ষষ্টি । తతికి আমরা অন্ধ বলিয়া কেহ নিরাশ হইবেন না। ধিলি । হরিনাম-রসামৃত-পানে অন্ধ বিল্বমঙ্গলের হন্তের যষ্টি ধরিয়া মুহূৰ্ত্ত মধ্যে বৃন্দাবনে লইয়া গিয়া নিজ নিত্য গোলকধামের অপরূপ লীলা দেখাইয়া ছিলেন, জীব ! বিৰমঙ্গলের ন্যায় তোমাকেও অন্ধ দেখিয়া,—তোমাকে অনাথ ও নিরাশ্রয় দেখিয়া—তিনিই ত কৃপা করিয়া নামের যষ্টি তোমার হস্তে দান করিয়াছেন। তুমি দেখিতে পাও আর নাই পাও, ঐ যষ্টি ধরিয়া থাক, তুমিও বিল্বমঙ্গলের মু্যায় নিত্য ধামে উপস্থিত হইবে। হরি বলিতে জালস্য করিও না ; কাঙ্গালের সর্বস্ব-নিধি হরিনাম প্রাণের স্বরে গাহিতে থাক : , দীনের বন্ধু পতিত-পাবন দেখা দিবেন, জীবনের সাধ মিটাইবেন। নামই "অন্ধের যষ্টি” । ইহা পরিত্যাগ করিও মু প্ৰাণ ভরিয়া বল হরিবোল, সাধ মিটাইয়া বল "হরিবোল’, বদন ভরিয়া বল "হরিবোল’, ফুট বাছ । তুলিয়া বল “হরিবোল", আনন্দে মাতিয়া বল “হরিবোল, ভক্তের চরণে লুটাইয়া বল "হরিৰোল’, সকলে মিলিয়৷ একত্রে বল “হরিবোল’, ৰল হরি হরি-: বোল’, ‘হরি হরি হরিবেtল’, ‘হরিবোল। । ও হরিঃ ও ।