পাতা:পরিব্রাজকের বক্তৃতা.djvu/৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8& পরিব্রাজকের বক্তৃতা। তিনি বিচু্যত হইয় পড়িলেন । তাহার শুশ্ৰুষার জন্য সকলে দোঁড়িয়া গেল, বারংবার তাহাকে ডাকিয় কোন উত্তর পাইল না, শরীর স্পর্শ করিয়া দেখিল, মৃত্যু হইলে সাধারণতঃ যে সকল লক্ষণ হইয় থাকে, তাহাই তাহার হইয়াছে । বিজ্ঞ চিকিৎসক সকলও আহত হইলেন । নানারূপ চিকিৎসা করিয়াও কোন ফল-লাভ হইল না। অবশেষে তাহার স্বধৰ্ম্মোচিত শেষ সৎকার করার ব্যবস্থা হইতে লাগিল । কফিণ (শবাধার ), নবীন বস্ত্র প্রভূতি সময়োচিত আয়োজন হইল। তাহাকে যখন ভূ-গর্ভ-শায়ী করিবার জন্য যাত্রার্থ উদ্যোগ হইতেছে, এমন সময়ে লোক-মণ্ডলীর মধ্য হইতে একজন ধারবুদ্ধি ও স্থবিজ্ঞ পুরুষ বলিয়া উঠিলেন যে, ইহাকে লইয়া যাইবার পূৰ্ব্বে নিকটে কোথাও যদি ইহার কোন আত্মীয় ব্যক্তি থাকেন, তাহাকে একবার তারযোগে সমাচার দেওয়া কৰ্ত্তব্য। তাহ হইলে, তিনি আসিয়া আমাদিগের সহযাত্রী হইতে পারেন। এই কথায় সকলেই অনুমোদন করিলেন, এবং রেলওয়ে-যোগে এক ঘণ্টায় আসিতে পারা যায়, এরূপ অনতিদূরবর্তী স্থানে তাহার একজন ভ্রা - স্পুত্র জলীয়তি করিতেন, তাহাকেই তৎক্ষণাৎ তারযোগে এই শোচনীয় সংবাদ প্রেরণ করা হইল। এই জজ, মহোদয় নিজ পিতৃব্যেরই অর্থ সাহায্য ও তত্ত্বাবধানে প্রতিপালিত ও স্বশিক্ষিত হইয়াছিলেন। তিনি এই আকস্মিক দুৰ্ব্বিপত্তির সংবাদ শুনিবামাত্র ঐ ঘটনা-স্থানে আসিয়া উপস্থিত হইলেন। শাস্ত, স্বধীর, সৌম্যমুক্তি পিতৃব্যের অশেষ গুণরাশি স্মরণ করিয়ন, তাহার স্নেহ ও কৃপার কথা বারংবার মনে