পাতা:পরিব্রাজকের বক্তৃতা.djvu/৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভারতের মূর্ছাভঙ্গ । 8:S মুছিত হইয়া ভূমিতে লুটাইয়া পড়িল। অবোধ হিতচিকীর্ষগণ সকলেই ভারতের শেষ সংকার করিতে উদ্যত । কিন্তু জিজ্ঞাসা করি, এই দুঃসময়ে ভারতের কি কেহ আত্মীয় উপস্থিত নাই, মনঃপ্রাণ দিয়া ভারতকে ভালবাসিবার লোক কি কেহ বিদ্যমান নাই, ভারতের চিরকৃতজ্ঞ কি কোন সংপুত্ৰ নাই, যিনি ভারতের বর্তমান শোচনীয় দশ দেখিয়া ব্যথিত অস্তঃকরণে মৰ্ম্মভেদী স্বরে কান্দিয়া উঠেন। ভারতের ভাবে বিমোহিত, ভারতীয় শক্তি-সমনিত, ভারতীয় তেজে অনুপ্রাণিত ভারতসন্তান কি আর একটী ও জীবিত নাই, যে ভারতের পুনর্জীবনাকাঙক্ষী হয়। হৃদয়বান মহোদয়গণ ধিনি ভারতের স্বসন্তান থাকিবেন, তিনিই প্রাচীন ভারতের অ ল প্রতিভা স্মরণ করিয়া একবার মনঃপ্রাণে মিলাইয়া ভারতের প্রমণ-স্বরূপের নিকট ব্যাকুল হৃদয়ে রোদন করিবেন ও. ভারতের কল্যাণ প্রার্থনা করিবেন, তিনিই, আর্ধ্য-কুলতিলক মহাসাধকের ন্যায়, মহাশ্মশানে মহাশক্তিকে জাগ্রত করিয়া, ভস্ম ছিাদিত শবকে শিব করিয়া তুলিবেন । প্রাণের তারে স্বর মিলাইয়। যিনি এক বিন্দু ও অশ্রুপাত করিলেন, তিনিই ভারতের স্বসন্তান, তিনিই ভারতের পরম আতী । একবার সনাতন-ধৰ্ম্মের জয় জয় ধ্বনিতে আকাশ পরিপূর্ণ হইয়া উঠিলে, একবার হরি হরি ধবনিতে সমস্ত হৃদয়াকাশ আকুলিত হইয়া উঠিলে, একবার সাধন-মহাশক্তির মহাগৰ্জনে আকাশ পাতাল পরিপূর্ণ হইয় গেলে, ভারতের মহাযুচ্ছ ভাসিয়া যাইবে । ভারত আবার জাগিয়া উঠিবে।