পাতা:পরিব্রাজকের বক্তৃতা.djvu/৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সচ্চিদানন্দ মূৰ্ত্তয়ে নমঃ । -l. -ബ . - অবতরণিকা । উনবিংশ শতাব্দীতে ও রতীয় ধৰ্ম্ম-সমাজের দুর্বল হৃদয়কে সবল করিবার জন্য সনাতন-ধৰ্ম্ম-প্রচারের প্রথম ও প্রধান প্রবর্তৃক পরিব্রাজক শ্ৰীশ্ৰীকৃষ্ণানন্দ স্বামীজী মহোদয় যে সকল অমৃতময়ী বক্তৃতা দ্বারা সহস্ৰ সহস্ৰ পাষাণ হৃদয়কে বিগলিত করিয়াছেন, কত অপথ-কুপথ-বিপথ-গামীকে, সৎপথে আনিয়াছেন, ও কত জ্ঞানী ও ভক্তের মনঃপ্রাণকে আমোদিত করিয়াছেন ও ক ব্লতেছেন ; তাহার সেই পরমোপকারিণী অমূল্য ৮চিরস্থ ন করিয়া সনাতন-ধৰ্ম্মরাজ্যের মাধুর্ঘ্য বৃদ্ধি করিবার জন্য, এবং বঙ্গীয় সাহিত্য সমাজের রত্ব-ভাওরের শোভা-সৌন্দৰ্ঘ্য-পুৰ্ত্তি করিবার নিমিত্ত, বহু শত ধৰ্ম্মাত্মা ও মহা ?ণর মনুরাগে ও অনুরোধে, অম্বর সেই সকল বক্ত - পুস্তক। রে খণ্ডশঃ ও ক্রমশঃ প্রক৮া করিতে প্রবৃত্ত হইলাম ।

  • স্বামীজী ভারতের স্ব প্রসিদ্ধ বা তাহার অবিশ্রামবর্ষিণী দ্রুততরঙ্গিণী বক্তৃত সম্পূর্ণরূপে লিপিবদ্ধ করা দুঃসাধ্য ব্যাপার। বাঙ্গালী ভাষায় তা - গতিতে বক্তৃত লিখিবার প্রণালী অদ্যাপি আলিঙ্ক নাই । সুতরাং তাহার সুমৰসপূর্ণ বক্ত :-রাশিকে সম্প ও অক্ষুন্ন ভাবে প্রকটিত কর।

অসম্ভব । ইতিপূৰ্ব্বে মহাশয়ের কয়েকটা বক্তৃতার জাভাসমাত্র । সানি পুস্তক প্রকাশিত হইয়াছে ।