পাতা:পলাতকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

মায়ের সম্মান

‘এত দিনের পরে যেন আশা হচ্ছে চুকে যাবে ব’লে।’
নীচের তলায় বলাই আপিস করে;
অপূর্ব রায় ভয়ে ভয়ে ঢুকল তারই ঘরে।
বললে, ‘আমায় রক্ষা করো।’
বলাই কেঁপে উঠল থরোথরো।
অধিক কথা কয় না সে যে; ঘণ্টা নেড়ে ডাকল দরোয়ানে।
অপূর্ব তার মেজাজ দেখে বেরিয়ে এল মানে মানে।

অপূর্বদের মা তিনি হন মস্ত ঘরের গৃহিণী যে;
এদের ঘরে নিজে
আসতে গেলে হয় যে তাঁদের মাথা নত।
অনেক রকম ক’রে ইতস্তত
পত্র দিয়ে পূর্ণকে তাই পাঠিয়ে দিলেন কাশী।
পূর্ণ বললে, ‘রক্ষা করো মাসি।’

এরই পরে কাশী থেকে মা আসলেন ফিরে।
কানাই তাঁরে বলে ধীরে ধীরে,—
‘জান তো মা, তোমার বাক্য মোদের শিরোধার্য,
এটা কিন্তু নিতান্ত অকার্য।
বিধি তাদের দেবে শাস্তি, আমরা করব রক্ষে,
উচিত নয় মা, সেটা কারো পক্ষে।’