পাতা:পলাশির যুদ্ধ.djvu/১০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৯৮
পলাশির যুদ্ধ।

বধিলি জীবন মম বিবাহ দিবসে,
হাবাইবি সেই পাপে প্রাণ, বাজ্য, ধন।”

সপ্তম স্বপ্ন।


“বে পাপিষ্ঠ। অন্ধকূপে যম যাতনায
জান না কি আমাদেব কবেছ নিধন।
কালি বণে স্বদেশীব হইয। সহায,
অধীনতা বক্তে বঙ্গ দিব বিসজ্জন,
দেখিবি, দেখিবি, পাপি। জীযন্তে যেমন,
ইংবাজেব প্রতিহিংসা ম’লেও তেমন।

৪৫


তামসী-বজনী শেষে সুনীল অম্ববে
বঙ্কিম বজত-বেখা ভাসিল এখনি,
বঙ্গ-ভবিষ্যৎ, আহ, ভাবিয অন্তবে
হযেছে কঙ্কাল-শেষ যেন নিশামণি।
সশস্ত্র সমব-মূর্ত্তি কবি দবশন,
ভধে নিশীথিনীনাথ ছিল লুকাইযা,
এবে ধীরে দেখা দিল, পলাশি-প্রাঙ্গণ
বৃক্ষ অস্তবাল হ’তে, নীবব দেখিযা।
কালি যাহা অস্ত্রে অস্ত্রে হ’বে বিদারিত,
আজি সেই বঙ্গভূমি নীবব, নিদ্রিত।