পাতা:পলাশির যুদ্ধ.djvu/১১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১০৬
পলাশির যুদ্ধ।

বলেছিলে—‘প্রিয়তম!
পরাতে গলায় মম,
আনিবে না গোলকণ্ডা হীরকের হার?’
আবার সজল নেত্রে, বঙ্কিম গ্রীবায়
রেখে মম বাম কর,
বলেছিলে,—‘প্রাণেশ্বর!
এই হার বিনে কিছু নাহি চায় আর,
প্রিয়া কেরোলাইন তোমাব।’


“প্রিযে! কেরোলাইনা আমার!
সেই প্রেম-অশ্রুরাশি আজি অভাগার
ঝরিতেছে নিরবধি,
তরল না হ’ত যদি,
গাঁথিতাম সেই হার, তব উপহার,
কি ছার ইহার কাছে গোলকণ্ডাহার!
প্রতি অশ্রু আলোকিয়ে,
বিরাজিতে তুমি প্রিয়ে!
তব প্রেম বিনে মূল্য হ’তো না তাহার,
প্রিয়ে। কেবোলাইন আমার।