পাতা:পলাশির যুদ্ধ.djvu/১১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১১২
পলাশির যুদ্ধ।

ইঙ্গিতে পলকে মাত্র সৈনিক সকল,
বন্দুক সদর্পভবে,
তুলি নিল অংসোপবে,
সঙ্গিনে কণ্টকাকীর্ণ হ’লো বণস্থল।


বেগবতী স্রোতস্বতী ভৈবব-গর্জ্জনে,
সলিল সঞ্চয কবি,
যায ভীম বেগ ধরি,
প্রতিকুল শৈল প্রতি ভাড়িত গমনে,


অথবা ক্ষুধার্ত্ত ব্যাঘ্র, কুবঙ্গ কাননে
কবে যদি দরশন,
দলি গুল্ম-লতা-বন,
তীববং ছুটে বেগে মৃগ আক্রমণে।

১০


তেমতি নবাব-সৈন্য বীব অনুপম,
আম্রবন লক্ষ্য কবি,
এক স্রোতে অস্ত্র ধবি,
ছুটিল সকলে যেন কালাত্তক যম।