পাতা:পলাশির যুদ্ধ.djvu/১২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
চতুর্থ সর্গ।
১১৯

৩৫

“অধীনতা, অপমান, সহি অনিবার,
কেমনে রাখিবে প্রাণ,
নাহি পাবে পরিত্রাণ,
জ্বলিবে জ্বলিবে বুক হইবে অঙ্গার।

৩৬


“সহস্র গৃধিনী যদি শতেক বৎসর,
হৃৎপিও বিদারিত
করে অনিবার, প্রীত
বরঞ্চ হইব তাহে, তবু হা ঈশ্বর!

৩৭


“একদিন—একদিন—জন্ম জন্মাস্তরে
নাহি হই পরাধীন,
যন্ত্রণা অপরিসীম
নাহি সহি যেন নর-গৃধিনীর করে।

৩৮


“হারাস্‌ নে, হারাস্‌ নে, রে মুর্খ যবন!
হারাস্‌ নে এ রতন!
এই অপার্থিব ধন!
হারাইলে আর নাহি পাইবি কখন।