পাতা:পলাশির যুদ্ধ.djvu/১৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
চতুর্থ সর্গ।
১২৭

তুমি অস্তাচলে, দেব! করিলে গমন,
আসিবে ভারতে চির-বিষাদ-রজনী!
এ বিষাদ-অন্ধকারে নির্ম্মম অস্তরে,
ডুবায়ে ভারতভুমি যেও না তপন!
উঠিলে কি ভাব বঙ্গে নিরীক্ষণ ক’রে,
কি দশা দেখিয়া, আহা! ডুবিছ এখন!
পূর্ণ না হইতে তব অর্দ্ধ আবর্তন,
অর্দ্ধ পৃথিবীর ভাগ্য ফিরিল কেমন!


“অদৃষ্টচক্রের কিবা বিচক্ষণ গতি।
দেখিতে দেখিতে কত হয় আবর্ত্তন!
কাহার উন্নতি হবে, কার অবনতি,
মুহূর্ত্তেক পূর্ব্বে, আহা বলে কোন্‌ জন!
কালি যেই স্থানে ছিল বৈজয়ন্ত ধাম,
আজি দেখি সেই স্থানে বিজন কানন;
ভীষণ সময়স্রোত, হায় অবিরাম,
কত রাজ্য, রাজধানী, করে নিমগন!
সিরাজ সময়স্রোত হইয়া পতন,
হারাল পলাশিক্ষেত্রে রাজ্য সিংহাসন।