পাতা:পলাশির যুদ্ধ.djvu/১৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
পঞ্চম সর্গ।
১৬৯


ভাবিতে পরের ভাগ্য-বিধাতা তোমায়;
নিজ ভাগ্যে এই ছিল জানিতে না হায়!

88


রে নির্দ্দয় অনুচর, কৃতঘ্ন-হৃদয়!
কি কাযে উদ্যত আজি নাহি কি রে জ্ঞান?
কেমনে রে দুরাচার! কেমনে নির্ভয়ে,
নাশিতে উদ্যত আজি নবাবের প্রাণ?
ক্ষান্ত হও, ক্ষান্ত হও, আপনার পাপে
ডুবিতেছে যেই পাপী, কি কাষ তাহারে
বধিয়া আবার? আহা! নিজ অনুতাপে
জ্বলিতেছে যেই জন, অকারণ তারে
কি ফল বল না প্রাণে করিয়া সংহীর?
মরার উপরে কেন খাঁড়ার প্রহার?

৪৫


ডুবিবে, ডুবিছে পাপী, আপনি আপন;
শৃঙ্গচ্যুত শিলাখণ্ড ত্যজিয়া শিখর
পড়ে,যবে ধরাতলে, কি কায তখন
আঘাত করিয়া তার পৃষ্ঠের উপর?
সৌভাগ্য-আকাশ-চ্যুত অভাগা যবন
ভূতলে পতিত এবে নক্ষত্রের প্রায়;