পাতা:পলাশির যুদ্ধ.djvu/২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
প্রথম সর্গ।
২৩

প্রভায় সমস্ত বঙ্গ ছিল সমুজ্জল।
ছিল যেই সিংহাসনে, ইন্দ্রের মতন
পরাক্রমে পরস্তপ, এতাদৃশ শুর,
এখন বসেছে এক ঘৃণিত কুক্কুর।

৪০


“বিরাজিত বঙ্গেশ্বর বিচিত্র সভায়!
কামিনী:কোমল-কোল রত্নসিংহাসন!
রাজদণ্ড সুরাপাত্র, যাহার প্রভায়
নবাব-নয়নে নিত্য ঘোরে ত্রিভুবন।
সুগোল মৃণালভূজ উত্তরীয় স্থলে
শোভিতেছে অংসোপরে; শুনিছে শ্রবণ
বামাকণ্ঠ-প্রেমালাপ মন্ত্রণার ছলে।
রমণীর সুশীতল রূপের কিরণ
আলোকিছে সভাস্থল; নৃপতি-সদন
সঙ্গীতে গাইছে অর্থী মনের বেদন।

৪১


“কিন্তু কি করিবে সখে! বিধাতা বিমুখ
অভাগিনী বঙ্গপ্রতি। বলিতে না পারি
লিখেছেন বিধি হায়! কত যে কি দুঃখ
কপালে তাহার—চির-অভাগিনী নারী!