পাতা:পলাশির যুদ্ধ.djvu/৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৪২
পলাশির যুদ্ধ।
right

রণবাদ্য ঘনরোল না পশে শ্রবণে';
প্রেমমন্ত্র-মুগ্ধ-চিত, প্রেম-মুগ্ধ-মতি।
কেবল দেখিছে প্রিয়া-বদন-চন্দ্রিমা,
কেবল শুনিছে প্রেম-ভাষী-মধুরিমা! .


কোথায় বা বিদায়ের হৃদয়বেদনা
স্মরিয়া মরমে, আহা! চিত্রি স্মৃতিবলে
অশ্রুসিক্ত প্রণয়িনী-বদনচন্দ্রমা,
বিকচ গোলাপ যথা শিশিরের জলে;—
নেত্রনীলোৎপল হ’তে প্রেমে উচ্ছ্বাসিয়া
ঝরেছিল যেইরূপে অশ্রুমুক্তাবলী,
প্রফুল্ল পঙ্কজ যথা প্রভাতে ফুটিয়া
বরষে শিশিরবিন্দু সমীরণে টলি;
বেণীমুক্ত কেশরাশি; অলক্ত অধর,
সতত সরস, পূর্ণ অমৃতশীকর;—


কাঁদে কোন হতভাগা। ভাবে নিরস্তর,
আর কি সে চারু মুখ দেখিবে নয়নে?
আর কি সে প্রেমময়ী-কোমল-অধর
চুম্বিবে প্রণয়-উষ্ণ সুদীর্ঘ চুম্বনে?