পাতা:পলাশির যুদ্ধ.djvu/৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

পলাশির যুদ্ধ।

প্রথম সর্গ।

মুরসিদাবাদ—জগৎশেঠের মন্ত্রভবন।


দ্বিতীয়-প্রহর নিশি, নীরব অবনী;
নিবিড়-জলদাবৃত গগন-মণ্ডল;
বিদারি আকাশতl,—যেন দুষ্ট ফণী—
খেলিতেছে থেকে থেকে বিজণি চঞ্চল।
দেখিতে বঙ্গের দশা সুর-বালাগণ,
গগন-গবাক্ষ যেন চকিতে খুলিয়া,
অমনি সিরাজ-ভয়ে করিতে বন্ধন
চমকিছে রূপজ্যোতিঃ নয়ন ধাঁধিইয়া।