পাতা:পলাশির যুদ্ধ.djvu/৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
তৃতীয় সর্গ।
৭৭

ধিক্ রাজা কৃষ্ণচন্দ্র! ধিক্ উমিচাঁদ!
যবন-দৌরাত্ম্য যদি অসহ এমন,
না পাতিয়া এই হীন ঘূণাস্পদ ফাঁদ,
সম্মুখ-সমরে করি নবাবে নিধন,
ছিঁড়িলে দাসত্বপাশ, তবে কি এখন
হত তোমাদের নামে কলঙ্ক এমন?


রে পাপিষ্ঠ রাজা রায়দুর্ল্লভ দুর্ব্বল!
বাঙ্গালি কুলের গ্লানি, বিশ্বাসঘাতক!
ডুবিলি ডুবালি পাপি! কি করিলি বল্‌,
তোর পাপে বাঙ্গালির ঘটিবে নরক।
যে পাপে ডুবিলি আজি ওরে দুরাচার!
নন্দকুমারের রক্তে হইবে বিধান
উপযুক্ত প্রায়শ্চিত্ত; কি বলিব আর,
প্রতিদিন বঙ্গবাসী পাবে প্রতিদান।
প্রতিদিন বাঙ্গালির শত মনস্তাপ,
প্রতি মনস্তাপ তোরে দিবে শত শাপ


সঙ্গীত-তরঙ্গ ভেদি এ পাপ মন্ত্রণা
পশিল কি ভয়াকুল নবাবের মনে?