পাতা:পাণ্ডব গীতা.djvu/১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
পাণ্ডব গীতা
১১

অন্য নরগণ হতে তবুও প্রধান,
সাতিশয় ধন্য মনে করি অনুমান। ২১


বিদুর উবাচ।

বাসুদেবস্য যে ভক্তাঃ শান্তাস্তদ্‌গতমানসাঃ।
তেষাং দাসস্থ্য দাসোহহং ভবেয়ং জন্মজন্মনি॥ ২২

বাসুদেব-ভক্ত যারা তদ্গত-হৃদয়,
হেন ভক্ত যারা ভবে, এই মনে লয়,
তাহাদের দাস যেই ভুবন মাঝারে,
জন্মে জন্মে দাস হয়ে সেবি যেন তারে। ২২


ভীষ্ম উবাচ।

বিপরীতেষু কালেষু পরিক্ষীণেষু বন্ধুষু।
ত্রাহি মাং কৃপয়া কৃষ্ণ শরণাগতবৎসল॥ ২৩

বিপরীত কালে[১] কৃষ্ণ, হলে বন্ধুহীন,
আশ্রিতবৎসল, রক্ষা করিও সে দিন। ২৩


দ্রোণাচার্য্য উবাচ।

যে যে হতাশ্চক্রধরেণ দৈত্যা-
স্ত্রৈলোক্যনাথেন জনার্দ্দনেন।

  1. বিপরীতকালে—মৃত্যুকালে