পাতা:পাণ্ডব গীতা.djvu/৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২৮
পাণ্ডব গীতা
২৮

শৌনক উবাচ।

স্মৃতে সকল-কল্যাণ-ভাজনং যত্র জায়তে।
পুরুষং তমজং নিত্যং ব্রজামি শরণং হরিম্‌॥ ৬৪

যে মধুর হরিনাম করিলে স্মরণ
সকল-কল্যাণ-ভাগী হয় নরগণ,
পুরুষ-প্রধান নিত্য জনম-রহিত,
শ্রীহরির পদে এবে হইনু আশ্রিত। ৬৪


গার্গ্য উবাচ।

নারায়ণোতি নামাস্তি বাগস্তি বশবর্ত্তিনী।
তথাপি নরকে ঘোরে পতন্তীত্যদ্ভুতং মহৎ॥ ৬৫

‘নারায়ণ’ এই নাম রয়েছে ধরায়,
উচ্চারিতে বাক্‌শক্তি বিদ্যমান হয়!
তথাপিও কি আশ্চর্য্য করিতে বর্ণন,
ঘোরতর নরকেতে যায় জীবগণ। ৬৫


দাল্‌ভা উবাচ।

কিং তয়ায় বহুভির্মন্ত্রৈর্ভক্তির্যস্য জনার্দ্দনে।
নমো নারায়ণায়োতি মন্ত্রঃ সর্ব্বার্থ-সাধকঃ॥ ৬৬