পাতা:পারস্য ইতিহাস.djvu/১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

's পারস্য ইতিহাস । “আমার নর্তকী ভাল গান তান জানে । ভূপতি ভাবিছে কত এই ৰূপ কথা । তথাচ এৰূপ গান শুনি নাহি কানে ॥ না জনি কেমনে এক সাধারণ নরে । পাইয়াছে কত ধন এত মুখ করে” । এইরূপ গান বাদ্যে মগ্ন হয়ে রায় । নর্তকীর প্রতি নৃপ প্রতিক্ষণ চায় ॥ হেন কালে বাহিরে যাইয়া গৃহপতি । পুনশ্চ আইল তথা অতি শীঘ্ৰগতি ॥ দুই করে দুই বস্তু আনিল অত্তল । যষ্টি আর বৃক্ষ এক রৌপ্য ময়মূল । হীরকের শাখা পত্র অতি শোভাপায় । রত্নময় ফল ফুল অপৰূপ তায় ॥ তদুপরি শিখী এক অছিয়ে বসিয়া । দেহ তার বিনিৰ্ম্মিত গন্ধ দুব্য দিয়া ॥ রাজার চরণে এই বৃক্ষকে রাখিয়া। শিখীবরে অtঘ তিল সেই যপ্তি দিয়ণ ॥ তাহাতে ভুজঙ্গ ভুক নৃত্য অারম্ভিল । গৃহময় মুগন্ধের সৌরভ ছুটিল । তরু শিখা দেখি রায় হরিষ অন্তর । , ক্রমশঃ অাশ্চর্য্য মনে হইল বিস্তর ॥ হেন কালে গেল যুবা লইয়া সকল । তাহাতে নৃপতি আতি হইল বিকল । মনে ভাবে নৃপবর না পারে কহিতে । “এযুবা কেমনে তুল্য আমার সহিতে ॥ মনে ছিল যুবা বুঝি ভদ্রাভদ জানে । কিন্তু দেখি বিজ্ঞ নহে অতি কুণ্ঠ দানে ॥ তরু শিখী হেরি আমি মোহিত যখন । যুক্তি ছিল তাহ দেওয়া অামাকে তখন। ময়ূরে আমার বাঞ্ছা প্রকারে দেখিল । ত্বর করি স্থানান্তরে লইয়। রাখিল” ॥ ভাবিল যদ্যপি আমি এই শিখী চাই । কেমনে কহিবে তবে দেওয়া হবে নাই । না বুঝিয়া মন্ত্রীবর বাড়াইল মন । দারুণ কৃপণ যুব'নহে দয়াবান । হেন কালে গৃহপতি আসিলেন তথা । অনিল সঙ্গেতে এক শিশু মনোহর । প্রভাকর তুল্য প্রভা গঠন স্বন্দর। সুবর্ণ কিংখাপ বস্ত্র ছিল পরিধানে । মণিমুক্ত কত বা চমকে স্থানে স্থানে ॥ মণিময় পা ত্ৰ এক ছিল তার হাতে । মধুর মদির পরিপূর্ণ ছিল তাতে ॥ রাজার চরণে শিশু প্রণাম করিয়া । স্থর পাত্র দিল নিয়া সম্মুখে ধরিয়া ॥ স্থর পিয়া শিশু হস্তে পাত্র দেন রায় । নাদিতে নাদিতে পাত্র পূর্ণ পুনরায় ॥ দেখিয়া আশ্চৰ্য্য বোধ করিয়া রাজন । ” আরবার নিয়া স্থরা করিল ভক্ষণ ॥ সেই পাত্ৰ দিয়া রাজা বালকের হাতে । পুনৰ্ব্বtর সুরা পূর্ণ দেখিলেন তাতে ॥ অদ্ভুত হেরিয়া রায় হন চমৎকৃত । শিখা তরু পাসরেন হইয়া বিস্মত । জিজ্ঞাসা করিল রাজা বণিক নন্দনে । “এমন আশ্চৰ্য্য দ্রব্য পাইলে কেমনে । যুবা বলে ঋষি এক পাত্ৰ নিৰ্ম্মাইল । পৃথিবীর গুপ্ত বস্তু সব তাতে ছিল’ ৷ একথা বলিয়া যুব শিশু নিয়া যায়। নৃপতি হইল অতি অসন্তুষ্ট তীয় ॥ মনেই ভাবে ভূপ ভারি অভিমানে । জানিলাম যুব কিছু নীতি নাহি জানে। আনিয়া অদ্ভুত দ্ৰব্য-অপন ইচ্ছায় । , কেচহে দেখিতে তাহ। আপনি দেখায়৷ তাহাতে যখন কেহ হয় আনন্দিত । তখনি লইয়া যায় এ কেমন রীত ॥ থাক্রে জাফর মন্ত্রী যাই অাগে দেশে । কি কথা কহিয়াছিলি জনাইব শেষে ॥ এই ৰূপ গ্রানি কত করিল রাজন । অবিল-কাসমৃ পুনঃ আসিল তখন ॥