পাতা:পারস্য ইতিহাস.djvu/১০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পারস্য ইতিহাস । న? ভাল তবে গৃহে যাও বিচারক কয় । জানাইব সব কথা পরে যাহা হয় ॥ ঘোমটা ঢাকিয়া ধনী লইয়া বিদায় । অtসিয়া সকল কথা কহিল অামায় ॥ বিশেষে বলিল অতি প্রফুল্প অন্তরে। তুলিব ইহার দাদ কাজীর উপরে ॥ মনে ছিল উপহাস করিবেক মোকে । কিন্তু দেখ তার কৰ্ম্ম হাসিবেক লোকে কাজী হেথা জেমোদীর গমনের পরে । ওমারেরে ডাকাইতে অাজন দান করে ভূত্য গিয়া সমাচার কহিল ওমারে । চল কাজী কেন অাজি ডাকিছেতোমারে রঙ্গীরনজ ভূত্য বাক্য করিয়৷ শ্ৰবণ । ভয়েতে কম্পিত, শুষ্ক হইল বদন ॥ কিকরে কাজীর আজ্ঞা না পারে ঠেলিতে চলিল তখনি সেই দাসের সহিতে ॥ উপনীত হলে কাজী ধরি দুই করে। বসাইল পালঙ্কেতে অতি সমাদরে ॥ ওমার অাদর এত দেখিয়া কাজীর । কি করিবে ভাবি মনে হইল অস্থির ॥ কাজী বলে ওহে সখা অউস্ত- ওমার । বড় স্থখী হইলাম দশ নে তোমার ॥ পরম ধাৰ্ম্মিক তুমি সকলেতে কয়। তোমার গুণের কথা রাষ্ট্র, দেশ ময় ॥ প্রতিদিন পঞ্চবার করহ নমাজ । করিবারে গিয়া থাক মঠের সমাজ ॥, শুনিয়াছি স্বরাপান নাহিক কখন । বরাহের পল কভু না কর ভক্ষণ ॥ আপনার কৰ্ম্মে থাক যখন দোকানে । তখনো কোরাণ শুনু কিঙ্করের স্থানে । সত্য বটে এ সকল কহিল ওমার । আরো অাছে বহু শ্লোক মুখাগে অামার পুণ্যক্ষেত্র মক্কাধামে করিব গমন । আয়োজন করিতেছি তাহারি এখন ॥ ७ বড় তুষ্ট হইলাম বিচারক কয়। এমনি মোসলমান মোর প্রিয় হয় ৷ শুনিয়াছি কন্যা এক অাছে না তোমার । হের উপযুক্ত বয়স তাহার ॥ রঙ্গরাজ কহে শুন ধৰ্ম্ম অবতার । দীনের আঞ্জয়, তব নাহি অবিচার ॥ সত্য বটে অাছে এক অামার দুহিত । বিবাহের যোগ্য ত্রিশ বংসর অতীতা ॥ কিন্তু সেই অভাগিনী এমনি কুৰূপ । পৃথিবীতে নারী নাই তাহার স্বৰূপ । পঙ্গু অণর ব্যাধিগ্রস্ত উন্মাদিনী প্রায় । লজ্জায় কাহারে আমি না দেখাই তায় ॥ হাসিয়া বিচারপতি বলে যাও যাও । কেন মিত্র মোরে আর ভুলাইতে চাও ৷ জানি আমি এ প্রকার নিন্দিবে তাহারে । মিছা অার প্রবঞ্চনা কেন হে আমারে ॥ সেই পঞ্জু ব্যাধিগ্রস্ত কুৰূপা রমণী ।

  • তাহারে বিবাহ আমি করিব আপনি ॥

ওমার কাজীর মুখে তাকাইয়া কয় । বিদ্রুপ অামার সঙ্গে কেন মহাশয় ॥ বিচারক কহে কেন করিব বিদ্রুপ । মনের মানস অামি কহিছি স্বৰূপ ৷ যথার্থ তাহার প্রেমে পড়িয়াছি অামি । দয়া করে দেও কন্যা হব তার স্বামী ॥ রঙ্গরাজ হাহা করি হাসিয়া বলিল : কোন প্রতারকে প্রভু তোমাকে ছলিল ॥ ব্যাধিগ্রস্ত কন্যা মোর কহি তব ঠাই। স্বৰূপ তাহার এক হস্তপদ নাই ॥ কাজী বলে সেই নারী মোরে ভাল লাগে। এমনি সে হয় বটে জানিয়াছি অtগে ॥ পুনৰ্ব্বার শিল্পকার বিচারকে কহে । • অামার নন্দিনী প্রভু তব যোগ্য নহে ॥ শুনিয়া বিচার পতি ক্রোধ ভরে কয় । বারবার ত্যক্ত কর ভাল তাহা নয় ॥