পাতা:পারস্য ইতিহাস.djvu/১০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পারস্য ইতিহাস । বিচিত্ৰ আসন ঘরে রাখে দসগণ । স্ববর্ণে বিনট তাহ অতি স্থশোভন ॥ কার্বাভরা অতির গোলাপ আনি পরে। রাখিলেক সাজাইয়া বাসরের ঘরে। বিবাহের হেন সজ্জা হইল যখন । ভাবে ওমারের কন্যা অাসিবে কখন ॥ বিশ্বাসী হাপসীকে ডাকি বিচারক কয় । আসিতে বিলম্ব তার কি কারণে হয়। সেই যে প্রাণের প্রাণে দেখিব কখন । তিলেকে প্রলয় বোধ হতেছে এখন ॥ " অধৈর্য্য হইয়। কাজী ধৈর্য্য নাহি মানে । পাঠাইতে যায় ভূত্য ওমারের স্থানে ॥ হেন কালে মুটে এক আসিল তথায় । সবুজ বসনে ঢাকা সিন্দুক মাথায় ৷ জিজ্ঞাসে বিচারপতি তাহী দৃষ্টি করি । কি দ্রব্য আনিলে ভাই সিন্দুকেতে ভরি। বাহক উত্তর করে সিন্দুক রাখিয়া । আনিলাম তব জায়া দেখুন আসিয় ॥ আস্তে ব্যস্তে বিচারক তুলি অনচ্ছাদন । দেখে শোওয়া দুই হাত নারী এক জন । নাসিক। বিহীন৷ সেই মুখ ক্ষত ময় । লোচন অনল প্রায় কোঠরেতে রয় ॥ গোধিকার কণ্ঠ প্রায় ওষ্ঠ উচ্চ তার । তদুদ্ধে দ্বিখণ্ড মাংস ঝোলে কদাকার ॥ ভয়ে শিহরিয়া কাজী ঢাকা ফেলি দিয়ণ । কহিল কি জন্যে এরে আসিয়াছ নিয়া ॥ বাহক বলিল এই শিল্লির কুমারী । শুনিলাম এর সনে বিবাহ তোমারি ॥ কাজী বলে হায় বিধি একি চমৎকার । এমত জন্তুকে বিয়া করা সাধ্য কার । কহিছে এসব কথা হয়ে ক্রোধান্নিত । * হেন কালে রঙ্গরাজ হয় উপনীত ॥ ক্র ঙ্ক হয়ে কাজী বলে ওরে দুরাচার । কাহার সহিত তোর কাব্য এ প্রকার ॥ ৯৯ কে আমি কি শক্তি ধরি না বুঝিল মনে । বেড়ি দিয়া তোর মত রাখি কত জনে ॥ ভাবিলি না মোর ক্রোধে শক্র হয় নাশ । এখনি হারাবি প্রাণ মনে নাহি ত্ৰাস ॥ পরম সুন্দরী অার কন্যা যেই অাছে । এই দণ্ডে পাঠাইয়া দিবি মোর কাছে ॥ নতুবা উচিত দণ্ড এখনি পাইবি । অামার হাতেতে তুই নিশ্চয় মরিবি ॥ ক্রোধ সাম্য কর প্রভু শিল্পকার বলে । দীনহীনে কেন দগ্ধ কর কোপানলে । তমো হতে জ্যোতি যিনি করেন প্রচার । র্তার দিব্য কন্যা অার নাহিক অামার ॥ পুনঃ পুনঃ কহিলাম কন্যা কদাচার । শুনিলে না মোর কথা অপরাধ কার ॥ ওমারের এই কথা শ্রবণ করিয়া । ভাবিতে লাগিল কাজী সন্দিগ্ধ হইয়ণ ॥ পরে ক্রোধ সস্বরিয়া কহিল ওমারে । শুন বন্ধু বলি তবে ভাঙ্গিয় তোমারে । নারী এক আসি আজি পরম মোহিনী। পরিচয় দিলে মোরে তোমার নন্দিনী ॥ তুমি তারে মন্দ কহ সকলের কাছে। বিবাহ করিতে তাই কেহ নাহি যাচে ৷ রঙ্গৱাজ বলে সেই অলীক বলিয়া । গিয়াছে বিদ্বেষ করি তোমাকে ছলিয়। মোন থাকি কিছু কাল বিচারক কয় । পাইয়াছি শাস্তি ভাল মোর যোগ্য হয়। কহিলে কি হবে যাহা গিয়াছে হইয়া । মুটিয়াকে বল এবে যাইতে লইয়ণ ॥ সহস্ৰ স্থবৰ্ণ মুদ্রা পাইয়াছ যাহা । দিয়াছি তোমাকে ফিরে না লইব তাহ। কিন্তু না করিবে অার ধনের প্রার্থনা 7 প্রণয় করিতে যদি রাখহ বাসনা । কথা ছিল কাজী যদি পত্নী নাছি চায় । দিবে আরো সহস্ৰ কাঞ্চন মুদ্রা তায় ॥