পাতা:পারস্য ইতিহাস.djvu/১১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3 ebo - नाब्रज शउिशजT সে পর্য্যন্ত দ্বাবিংশতি বৎসর এখানে । মৌজলে রাজা জামি কেহ নাহি জানে ॥ সামান্য ভাবেতে করি জীবন যাপন । কাহার সঙ্গেতে নাহি করি আtলাপন ৷ কেহ না আইসে কাছে কোথাও না যাই । নিরস্তর জেমোদীরে অন্তরে ধেয়াই ॥ সেই ধ্যান সেই জ্ঞান সেই প্রিয় ধন । দিব। নিশি তারে ভাবি তাহাতেই মন ॥ স্মরিলে তাহার নাম দুঃখ দুরে যায় । মনস্তাপ মনাগুন তাহাতে যুড়ায় ॥ কালকের ইতিহাসের পরিশেষ । ইতিহাস সমপিয়া, বৃদ্ধ কহে প্রবোধিয়া, শুনিলে সকল বিবরণ। তুমি আমি দুই জন, দুঃখে দগ্ধ অমুক্ষণ, চিন্তানলে সকলে মগন ॥ সংসার আসার ময়, দেহ কার নিত্যনয়, তাহে আরো দুর্ঘটনা কত । সমীরণে শর বন, যথা হয় প্রকল্পন, ইহাও জানিবে সেই মত ॥ তবে কিন্তু সত্য কই, যে অবধি হেথা রই, কোন চিন্তা নাহিক কখন । সদা সুখে করি বাস, সম্পদে না হয় অাশ, ধন জন সব বিস্মরণ ॥ শুনিয়া তৈমুর কয়, ধন্য ধন্য মহাশয়, অনায়াসে ত্যজিলে রাজত্ব । কেতুমিকোথায়ছিলে,কোনলীলাসম্বরিলে ধরণীতে নাহি তার তত্ত্ব ॥ তৈমুরবনিতাকহেতুমিতে প্রেমিকওহে সত্য জান প্রেম পরিচয় । যুবরাজ বলে তায়, যে ঠেকে এমন দায়, তব তুল্য জ্ঞানী যেন হয় ৷ এই ৰূপ কথা ছলে, রৰি গেল অস্তাচলে শশী অসি উদিত গগণে । হেরিউপনীতরীতিজালিয়াঅানিতেৰাতি নৃপতি কহিল দাসগণে ॥ অাজ্ঞা মাত্র দাসগণে,দীপ জ্বালি তিন জনে শয়ন মন্দিরে লয়ে যায় । রাজা রাণী এক ঘরে, পালঙ্কে শয়ন করে অন্য ঘরে রাখিল যুবায় । নিদ্রায় যামিনী যায়, প্রভাতে প্রবীণ রায় আসি কহে অতিথির তথা । বিধি বাদী হয় যার, কতই যন্ত্রণ। তার চমৎকার শুন কহি কথা ॥ শুনিলাম কি অদ্ভুত, কার্জম রাজার দুত আসিয়ছে এ রাজার কাছে । জানাইতে সমাচার, বান্ধিতে স্বপরিবার তৈমুর ভূপতি যথা আছে। লিখিয়াছে এই ৰূপ, বিপক্ষ তৈমুর ভুপ যদি স্যাং তব রাজ্যে যায় । " অবিলম্বে ধরি তারে, বান্ধিয়া স্বপরিবারে এই খানে পাঠাইরে তায় ॥ শুনিয়া বৃদ্ধের বাণী, ভয়েভূমে পড়ে রাণী পিতা পুত্ৰ ভাবিত নিতান্ত । বৃদ্ধ বলে একি দায়, এরা কেন মোহ যায় আছে কিছু ইহার বৃত্তান্ত । রাণীর চৈতন্য পরে, প্রাচীন জিজ্ঞাসা করে কেনগো হইল এই ৰূপ । হেরিয়া তোমার ভাব, মনে হয় এই ভাব তোমাদের শক্র সেই ভূপ ৷ তৈমুর ভূপতি বলে, ভাসিয়া নয়ন জলে কহিয়াছ স্বৰূপ বচন । শুন ৰূপ ধরি পায়, আমি সে তৈমুর রায় দারা পুত্র এরা দুই জন ॥ - ত্যজি রাজ সিংহাসন, শক্র ভয়ে পলায়ন করিয়াছি পরিজন নিয়া ।