পাতা:পারস্য ইতিহাস.djvu/১১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পারস্য ইতিহাস । । নানা গুণে গুণবতী কত কব অার । ধরণীতে নাহি হেন ধনী গুণাগার ॥ কিন্তু এ সকল গুণে কলঙ্ক পড়েছে । কুমদ বান্ধবে যেন রাহুতে ঘেরেছে। তাহার নিষ্ঠর প্রাণ পাষাণ সমান। গুণের গরিমা কেহ না করে বাখান ॥ দুই বর্ষ হলো শুন টিবেট রাজন। পাঠাইয়া ছিল দূত সম্বন্ধ কারণ ॥ চিত্র হেরে পুত্র তার হয় হত জ্ঞান | বাসনা তাহারে কন্যা করে সম্প্রদান ৷ দুত মুখে এই বাৰ্ত্ত শুনি চীনেশ্বর। কহিলেন বিবরণ কন্যার গোচর ॥ কুমারীর গৰ্ব্ব অতি লোকে তুচ্ছ ভাবে । ঠেলিল পিতার বাক্য স্বাভাবিক ভাবে ॥ সে ভাব দেখিয়া রাজা অগ্নি হেন জ্বলে । বিবাহ অবশ্য দিব দুহিতাকে বলে ॥ বাপের বচনে বালা কান্দিতে লাগিল । শিরে যেন কোটা বজ ভাঙ্গিয়া পড়িল । চারি দিক শুন্যময় দেখে অন্ধকার । জ্বলিল হৃদয় মাঝে চিন্তার অাঙ্গার ॥ সেই শোকে মহা রোগ শরীরে জন্মিল । বঁাচে কিনা বঁাচে কন্যা সংশয় হইল ॥ রোগ নিৰূপিয়া ভূপে বৈদ্যগণ কহে। ঔষধে রোগের শান্তি হইবার নহে। যদ্যপি বিবাহ দেহ অমতে তাহার । নিতান্ত এ কাল রোগে হইবে সংহার। বৈদ্যের বচনে রাজা মনে ভয় পায় । নন্দিনীরে হেরিবারে অবিলম্বে যায় ॥ মিষ্ট ভাষে কহে শুন প্রাণের নন্দিনী । ফিরিয়া গিয়াছে দুত কি লাগি দুঃখিনী। কন্যা বলে দূত গেলে কিবা ফলোদয় । ত্যজিব নিশ্চয় প্রাণ শুন মহাশয় ॥ তবে দিব্য কর যদি রাখিব জীবন । সম্মতি না লয়ে বিয়া দিবেন। কখন ॥ Y S \e দেশ মধ্যে এই কথা করাবে ঘোষণ। বিবাহের আশে হেতা আসিবে যে জন ॥ কএক প্রশ্নের অর্থ জিজ্ঞাসিব তারে । উত্তর হইলে বিয়া করিবে অামারে ॥ পরাজয় যদি হয় সভার বিচারে । করিবে জীবন দও কাটিয়া তাহারে ॥ এই কথা রাজ্যময় করিলে প্রকাশ । রাজা রাজপুত্ৰগণ পাইবেক ত্ৰাস ॥ প্রাণ ভয়ে কেহ নাহি যাচিবে অাসিয়া । পুরুষ অধম অতি না করিব বিয়া ॥ রাজা বলে ভাল বটে শুনি এই পণ । কিন্তু যদি অর্থ তার করে কোন জন ॥ তাহাতে না করি ভয় কহিল কুমারী। হারাই অথবা হারি সে দায় অামারি ॥ করিব এমন প্রশ্ন না আসিবে ধ্যানে । ভাবিয়া না পাবে অর্থ অতি জ্ঞানবানে ॥ শুনিয়া কন্যার কথা মনে ভাবে রায় । বিবাহ করিবে হেন নহে অভিপ্রায় ॥ করি যদি এই পণ দেশেতে প্রচার। প্রেমিকে পাইবে ভয় ক্ষতি কি আমার৷ শুনিয়া প্রতিজ্ঞ কথা সবে পলাইবে। প্রাণের নন্দিনী মোর পরাণ পাইবে ॥ এতেক চিন্তিয়া রাজা কহিছে বচন । সত্য করিলাম বাক্য হবেনা লঙ্ঘন ॥ সত্য শুনি হৃষ্টমতি ভূপতির বালা। পীড়াশান্তি হলো ক্রমে ঘুচে গেল জ্বাল৷ এ দিকে বিয়ার পণ প্রচার হইল। তবু কত নৃপস্থত আসিতে লাগিল ॥ জগতে বিখ্যাত কন্যা হেন ৰূপবতী । সবে অভিলাষ করে হবে তার পতি ॥ পড়িয়া প্রেমের ফাঁদে জ্ঞান হত হয় । আপনার বুদ্ধি খাট কেহ নাহি কয় ॥ আসে কত রাজপুত্র জিনিব বলিয়া । হারাইল প্রাণ সবে বিচারে হারিয়া ॥