পাতা:পারস্য ইতিহাস.djvu/১১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

X > 8 মৃত্যু দেখি মনেই ভাবে নরস্বামী । হায় হেন সত্য কেন করেছিমু অামি ৷ মরিছে সত্যের লাগি রাজপুত্ৰ কত । রাজ্য মধ্যে অমঙ্গল হয় অবিরত ॥ প্রাণপণে কত চেষ্টা করেন রাজন। শোণিতের ধারা য়াহে হয় নিবারণ ॥ নাহি মানে পণ যারা প্রাণে নাহি ভয় । বুঝাইয় তাহদের রাজা কত কয় ॥ নিতান্ত না শুনে যদি করে কত দুঃখ । অবোধ যুবকগণ প্রবোধে বিমুখ ॥ সরল স্বভাব রাজা দেখে দুঃখ পায় । বাঘিনী নন্দিনী ততো মুখ ভাবে তায় ৷ যত রাজপুত্র মরে আসি তার অাশে । সাপিনী শোণিতে তুষ্ট মুখার্ণবে ভাসে। যদিও মুপাত্র হয় আর জ্ঞানবান । মদে মত্ত নৃপাঙ্গন করে তুচ্ছ জ্ঞান ৷ বলে সখি মোরে চায় একি অহঙ্কার । মরিলে কহিত ভাল শাস্তি হলো তার ॥ তথাপি না হয় ক্ষান্ত আসৈ পোড়ালোক। বিধির কি বিড়ম্বনা শুনে হয় শোক ॥ কিছু দিন হলো এক রাজার নন্দন । মুখ অংশে আসি শেষে হারায় জীবন ॥ আসিয়াছে আর এক রাজার কুমার। অাজি রজনীতে তার হইবে সংহার ॥ এতেক শুনিয়া বাণী যুররাজ কয়। তোমার বচনে মনে প্রত্যয় না হয় ॥ এমন কে মুঢ় আছে ধরণী ভিতরে । কেনা জানে অগোমাতাসপাঘাতে মরে। কে হেন অজ্ঞান হবে রাজার নন্দন । জানিয়া শুনিয়া বিষ করিবে ভক্ষণ ॥ " শুনিয়া বিয়ার পণ এমন কঠিন । কেবল আসিয়া হবে কালের অধীন ॥ এআর বিচিত্র কথা কহিলে কেমন । চিত্রিতে না পারে বন্ধপ চিত্রকরগণ ॥ বরঞ্চ সম্ভব হয় বাড়ীতে তাহারে । চিত্রকর লিখিয়াছে শক্তি অনুসারে ॥ তা নহিলে কেন হেন প্রমাদ ঘটিবে। কহ যত বুঝি তত ৰূপ না হইবে ॥ বৃদ্ধ বলে কিবা তুমি বল মহাশয়। কপের মাধুরী তার কহিবার নয় ॥ সাক্ষাং করিতে গিয়া নন্দিনীর সনে । হেরিয়াছি তারে আমি আপন নয়নে ॥ ভাবক যদ্যপি হয় অতি জ্ঞানবান । ! ভাবিয়া কামিনী এক করয়ে নিৰ্মাণ ॥ যথা যোগ্য দ্রব্য দিয়া সাজায় তাহারে । ভাবভঙ্গি দেয় তায় সাধ্যে যত পারে ॥ তথাপি তাহার তুল্য ন হইবে ৰূপ। রাজকন্যা স্থলাবণ্যা অতি অপৰূপ ৷ শুনিয়া বৃদ্ধর কথা নৃপতি তনয় । ভাবে বুঝি বুড়ী সব বাড়াইয়। কয় ॥ যা হউক শুনে মনে হইল আহলাদ । জিজ্ঞাসিল পুনরায় তাহার সম্বাদ ॥ কিৰূপ কন্যার প্রশ্ন শুনি বিবরণ। পারেনা উত্তর দিতে বল কি কারণ ॥ ঘোর অর্থ নাহি হবে করি অনুমান । এসেছিল যারা বুঝি নহে জ্ঞানবান ॥ রুদ্ধা বলে কিবা বল আর না বলিবে । কন্যার প্রস্তাব অতি কঠিন জানিবে ॥ হেয়ালি না হয় হেন কটু অর্থ যার। বুদ্ধির অগম্য তাহা বলে সাধ্য কার ॥ এই ৰূপ নানা কথা একত্র বসিয়া । হেন কালে এলো শিশু বাজার করিয়ণ ॥ বিবিধ সুখাদ্য দ্রব্য কিনিয়া আনিল । ভোজনের আয়োজন তখনি হইল ॥ । ক্ষুধা তৃষ্ণা অতিশয় রাজপুত্র খায়। খাইতেই রবি অস্ত গিরি যায় ॥ সন্ধ্যাকালে বাজে ঘণ্টা ঘন২ ঢোল । কালফ জিজ্ঞাসা করে কেন উঠে গোল ॥